চলতি মাসেই উইন্ডোজ ১১ লঞ্চ করবে মাইক্রোসফট

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০২১, ২৩:১৭

Windows অপারেটিং সফটওয়্যারের নতুন জেনারেশন। আগামী ২৪ জুন তারই লঞ্চ ইভেন্টের ঘোষণা করেছে মাইক্রোসফট। আর তারপরেই তুঙ্গে উঠেছে জল্পনা। এবার কি অবশেষে লঞ্চ হচ্ছে চলেছে Window 11? সেই সম্ভাবনাই প্রবল, বলছে ওয়াকিবহাল মহল।

যদিও এ বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছে Microsoft । আগামী ২৪ জুন উইন্ডোজ অপারেটিং সফটওয়্যারের নতুন ভার্সান আসবে কিনা, সে বিষয়ে এখনও হেঁয়ালি করছে সংস্থা।

মাইক্রোসফটের টিজার ভিডিয়োটি কিন্তু বেশ বড়সড় ইঙ্গিত। ভিডিয়ো ক্লিপটিতে দেখা যাচ্ছে, জানলার মধ্য দিয়ে সূর্যের আলো এসে পড়ছে ঘরের ভিতর। যদি আলোটা ভাল করে লক্ষ্য করেন, দেখবেন S.

সেই সঙ্গে জানলার বাইরে সূর্যাস্তও যেন Windows 10-এর অন্তিম দিনেরই ইঙ্গিত দিচ্ছে।

কোনও কোনও টেক ব্লগের আন্দাজ, Windows 10-এর নতুন ভার্সানও লঞ্চ করতে পারে মাইক্রোসফট। কিন্তু, এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন,

প্রথমত, গত কয়েক বছরে Windows-এর ব্র্যান্ডিংয়ে অনেকটাই পরিবর্তন এসেছে। তাই আগের OS-কেই আরও ঘষেমেজে নতুন রূপে আনার সম্ভাবনা ক্ষীণ। সম্পূর্ণ নতুন Windows 11-ই আনতে পারে সংস্থা।

দ্বিতীয়ত, মাইক্রোসফট সিইও সত্য নাদেলা এবং ডিভাইস চিফ প্যানোস পনয়, দুজনেই এটিকে ‘উইন্ডোজের নেক্সট জেনারেশান’ বলেছেন। উইন্ডোজ টেন-এর নেক্সট জেনারেশান বলেননি। তাই Windows 11-ই যে আসছে, সে বিষয়ে কিছুটা হলেও নিশ্চিত হওয়া যেতে পারে।