গ্রেফতারের কয়েকঘণ্টা পর আলজাজিরার সাংবাদিককে মুক্তি দিলো দখলদার ইসরায়েল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০২১, ০৫:৪৭

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক নারী সাংবাদিককে জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে গ্রেফতারের কয়েকঘণ্টা পর মুক্তি দিলো দখলদার ইসরাইলি পুলিশ বাহিনী।

গ্রেফতারকৃত ঐ নারী সাংবাদিকের নাম গিভারা বুদেইরি। তিনি আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (৫ জুন) শেখ জাররাহ এলাকা থেকে সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেফতার করেছিলো দখলদার ইসরাইলি পুলিশবাহিনী। এসময় তাকে মারধর ও তার ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ করেন আলজাজিরার আরেক সাংবাদিক হোদা আবদেল হামিদ।

প্রত্যক্ষদর্শীর বরাতে আবদেল হামিদ জানান, বিনা উস্কানিতেই বুদেইরিককে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী। গ্রেফতারের সময় তাঁর গায়ে ‘প্রেস জ্যাকেট’ ছিলো এমনকি গ্রেফতার এড়াতে ইসরাইলি কর্তৃপক্ষের দেয়া প্রেস কার্ডও প্রদর্শন করেছিলেন পুলিশকে।

তিনি আরো জানান, বুদেইরি ওপর চড়াও হয়ে তার সাথে থাকা ক্যামেরাম্যানের কাছে যেতে চেষ্টা করে পুলিশ এবং একপর্যায়ে ক্যামেরাও ভাঙচুুর করে।

এদিকে বুদেইরির গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ও গণমাধ্যমকর্মীরা।

মুক্তির পর সাংবাদিক বুদেইরি জানান, “তারা আমার সাথে খুব খারাপ আচরণ করেছে, গাড়িতে তারা আমাকে লাথি মেরেছে। থানায় নিয়ে আমার ভারী ফ্ল্যাক জ্যাকেটটি সরিয়ে আমাকে অপরাধী হিসাবে গণ্য করা হয়”

১৫ দিন শেখ জাররাহ এলাকায় না যাওয়ার শর্তে তাকে মুক্তি দেয়া হয়।