গোলাপগঞ্জ বহরগ্রাম প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্টিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৯ ২০১৮, ০৪:৫১

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বুধবারী বাজার ইউপির জন মঙ্গল সমিতি বহর গ্রামের সার্বিক সহযোগীতায় ও বহর গ্রাম ক্রিকেট দলের আয়োজনে জমজমাট ফাইনালের মাধ্যমে পর্দা নামলো (বি.পি.এল) বহর গ্রাম প্রিমিয়ার লীগের।

রবিবার স্থানীয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুস্টানে জন মঙ্গল সমিতি বহর গ্রামের সাবেক সভাপতি জনাব ডাঃ নুরুল ইসলাম আমুদ’র সভাপতিত্বে ও আহমেদ রামিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম আছকির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিল আহমদ, মস্তাকুর রহমান, মাস্টার বিলাল উদ্দিন, আব্দুল মুকিত, রুহেল আহমদ রিপন সহ গ্রামের সর্বস্তরের খেলাপ্রেমিক। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বহর গ্রাম এ্যামিনিউশন এবং বহর গ্রাম হান্টার্স দল। বহরগ্রাম প্রিমিয়ার লীগ ২০১৮ ইং এর চ্যাম্পিয়ান হওয়ার যোগ্যতা অর্জন করে বহর গ্রাম এ্যামিনিউশন। খেলা শেষে চ্যাম্পিয়ান এবং রানার্স আপ দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি এবং নগদ প্রাইজমানি প্রদান করা হয়। খেলায় লীগ সেরা বোলার মনোনীত হন বহর গ্রাম সুপার কিংসের মান্নি, সেরা ব্যাটসম্যান বহর গ্রাম হান্টার্সের মঞ্জুর, ম্যান অব দা সিরিজ বহর গ্রাম এ্যামিনিউশনের আজহার। অতিথিবৃন্দ বক্ত্যবে বলেন, গ্রামের ছোটো পরিসরের খেলা থেকে হয়তো আমরা পাবো ভবিষ্যৎ এ জাতীয় দলের খেলওয়াড়, আগামীতে এসব খেলোয়াড়রা আরো ভালো খেলেবে এ প্রত্যাশা ব্যাক্ত করেন