‘গল্লিবয় পার্ট থ্রি’ চলমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থার গালে চপেটাঘাত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৬ ২০১৯, ১২:১৫

আবির আবরার:

‘গল্লিবয় পার্ট থ্রি’ সময়ের আলোচিত গান। ২৪ আগস্ট দুপুর বারোটায় একটি ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়েছে। প্রকাশিত হওয়ার পর ‘গল্লিবয় পার্ট থ্রি’ গানটি আগের দুটি গানের মতোই দ্রুত ভাইরাল হয়ে যায়।

গানটি রিলিজ হওয়ার পর মাত্র এক দিনে ভিউ হয়েছে প্রায় ১১ লক্ষ ১৬ হাজার বার। লাইক পড়েছে ২ লক্ষ ২৮ হাজার। বিপরীতে আনলাইক মাত্র আড়াই হাজার।

গানটিতে অসহায় দরিদ্র এবং পথশিশুদের জীবনের কঠিন মুহূর্তগুলোকে স্থান-কাল-পাত্রের উপযোগী ও হৃদয়গ্রাহী করে ফুটিয়ে তোলা হয়েছে। গানটির ভিডিও চিত্রগুলোও বাস্তব জীবন থেকে ধারণ করা এবং গানের কথার সঙ্গে পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। গানটি চলমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার গালে চপেটাঘাতও বটে। যে কারণে শ্রোতারা দ্রুতই গানটিকে গ্রহণ করে নেয়।

গানটির কথা লিখেছেন গল্লিবয় রানার আবিষ্কারক তাবিব মাহমুদ। পরিচালনা ও সম্পাদনায়ও ছিলেন তিনি নিজেই। এতে কণ্ঠ দিয়েছেন গলি বয় রানা ও তাবিব মাহমুদ। মিউজিক কম্পোজার ছিল এলএমজি বিটস।

গানটির ব্যাকগ্রাউন্ডে আকর্ষণীয় মিউজিক ব্যবহার করা হয়েছে। তাই যারা ধর্মভীরু, গান-বাজনা শুনতে চান না, তাদের জন্য গানটি না শোনাই ভালো। তবে তারা যেন গানের কথাগুলো উপলব্ধি করতে পারেন সেই বিবেচনায় গানের কথাগুলো নিচে উল্লেখ করা হল-

দেশে পাঁচ লাখ তেইশ হাজার কোটি টাকার বাজেট হলো। বিটিভিও আঠারশো আটষট্টি কোটি টাকা পেলো। পথশিশু কি কিছুই পায় না?

 

(র‍্যাপ:১) 

 

পাঁচ লাখ কোটি থেকে পাঁচশত কোটি দাও

তিনশত কোটি দিয়ে ইশকুল গড়ে দাও।

দুইশত কোটি দিয়ে বানাও শপিং মল

এই রানা, এই রাজু চল্ ইশকুলে চল্

 টিউশন ফিস থেকে টিচারের মাইনে

 সরকারের কাছ থেকে কোনোটাই চাইনে

 আবাসিক ইশকুলে থাকবে পথশিশু

 মার্কেটের আয় দিয়ে চলবে সবকিছু

 ঘাটতির এ বাজেটে টাকা যদি নাই পান

 ছোটো করে বলি তবে এইটারও সমাধান

 বিলাসী পণ্যের ভ্যাট দিন বাড়িয়ে

 হয়ে যাবে পাঁচশত কোটি টাকা ছাড়িয়ে

 মাথাপিছু আয় যদি এত শত অত হয়

 আমার ভাগের টাকা করল কে সঞ্চয়

 চাচ্ছি তো অধিকার চাচ্ছি না অনুদান

 বাকী রানাদের তরে এইটাই সমাধান।

 শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে

 আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

 শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে

 আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

 আমাদের বাজেটের আগা আছে মাথা নাই

 যার আছে সব আছে যার নাই কিছু নাই

 প্রতিশ্রুতি তুমি পেত্নির ছলনা

 দোষ দিবে কার তুমি কেউ মোরা ভালো না

 সূর্যের ভয়ে চোখ লুকিয়েছো চশমায়

 সূর্যটা ডুবে গেলে আমাদেরো ঘুম পায়

 তোমাদের মায়েদের ঘুম পাড়ানির গান

 আমাদের কানে এসে জোরে জোরে ধমকায়

 কাশ্মীর গিলে খেলো শকুনের ধান্দা

 ফেরাউন নমরুদ কেউ নাই জিন্দা সবার উপর যদি মানুষ সত্য হয় মানুষের মাঝে তবে যুদ্ধ কাম্য নয়

 কিছুদিন পর পর অতীতকে ভুলে যাই তবু রানাদের হয়ে কিছু কথা বলে যাই

 পাঁচ লাখ কোটি যদি দেশের বাজেট হয়

 পাঁচশত কোটি টাকা এ্যমাউন্ট বেশী নয়

 শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে

 আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

 শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে

 আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

 কত রানা বস্তিতে চেয়ে আছে অপলক

 তোমরা তো বেচে গেছো পেয়ে বাপ বড়লোক

 ফ্যামিলির হোটেলেতে পেট ভরে খাচ্ছো

 ঢাকা থেকে আমেরিকা লন্ডন ঘুরছো

 লাভ নেই কোন যদি পদ্মায় গাড়ি ছুটে

 শিক্ষার আলো এই কপালেতে নাহি জুটে

 অন্ধের চোখ আছে ঐ থাকা থাকা নয়

 আমরাও বেচে আছি এই বাচা বাচা নয়

 আদর্শে কালি ঢেলে ভুলে গেছি চেতনা

 শাড়ি পড়ে বসে আছি তবু মাথা নত না

 ভুলে গেছি রেসকোর্স বন্ধুর সে ভাষাণ

 তলাফাটা ডিংগিতে তুলেছি সিংহাসন

 পরে গেছি খপ্পরে শুনছো কি ভেলকি

 মেঠো পথে খুন হলো ভেঙ্গে গেলো পালকি

 রাস্তায় বের হলে ভেতরটা চমকায়

 এইভাবে বেঁচে থেকে আমাদের লাভ কী?

 শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে

 আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

 কে বলবে?

 কেউ আছে?

 কে?

 কেউ নাই?

 শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে

 আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

 শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে

 আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

 

ভিডিও