খোরশেদ আলম বিপ্লব’র কবিতা “বাবা”

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৫ ২০১৯, ১৮:০৮

 

” বাবা “
খোরশেদ আলম বিপ্লব

বাবা,বাবা সে তো বাবা ই ,
বাবার আবার দিবস ?
যাকে বিহীন পথ চলা ই
নিরন্তর হয়ে যাবে অবশ।

বাবা, বাবা সে তো দন্ডায়মান
সুউচ্চ প্রশস্ত বটগাছ ,
মাথা ছোঁয়াও উম্মুক্ত বুকে
ঝড় ঝাঁপটা নেইকো তার পাশ।

বাবা, বাবা সে তো বিসর্জনে
আমৃত্যু ঘানি টানা মেশিন,
শত ব্যথায় ও হাসিতে লুকায়
সর্বদা মত্ত জ্বালাতে সুখেরও অঞ্জলি।

বাবা, বাবা সে তো চিরকালের
হাস্যজ্জল মুখ,শর্তহীন বন্ধু,
বদ্ধপরিকর সন্তানের শুদ্ধতায়
ত্যাগীছে সবই আপনায় বিন্দু।

বাবা, বাবা সে তো এক কন্যা
দায়গ্রস্ত দুঃখী জন্মদাতা,
কণ্যাদানে আর পুত্র প্রাসাদে
নিঃস্ব যিনি ত্যাগে মাটি ভিটা।

বাবা, বাবা সে তো চিরবঞ্চিত
দায়বদ্ধ,বয়ো ভারাক্রান্ত এক পথিক,
ভাগ্যিস বুড়িটা আজ বেঁচে নেই নইলে
নির্ঘাত অশ্রু জলে চালাতো চাবুক।

বাবা, বাবা সে তো প্রার্থনারত
দু’হাত তোলা এক বৃদ্ধ,
আশ্রমে ও কেঁদে ওঠে মন আহারে-
না জানি কেমন আছে বউ নাতি পুত্র।