খেলাফত মজলিস কেমব্রীজ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
মার্চ ২৬ ২০২৫, ০৮:০৩
বিগত ২৪শে মার্চ ২০২৫ ইং রোজ সোমবার খেলাফত মজলিস কেমব্রীজ শাখার উদ্যোগে রামাদ্বানের তাৎপর্য ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষঠিত হয়। সংগঠনের কেমব্রীজ শাখার সভাপতি মাওলানা নোমান উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী হাজী হারুন মিয়া তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্র নেতা সানাউল হক।
সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সাধারন সম্পাদক জনাব মাওলানা আতাউর রাহমান জাকির। তিনি বলেন, রামাদ্বান মোবারক হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে আমাদের উপর এক মহান নিয়ামত । মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক মুসলিম উম্মাহকে উপদেশ প্রদান করেছেন এ মাসে ঈমানদার গন সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর মাধ্যমে তাক্বওয়া অর্জন করে জান্নাতের যোগ্য হতে হবে । তাক্বওয়া শীল বা মোত্বাক্বীন গনই হবে সফলকাম । সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মুত্বাক্বীন নেতৃত্ব ব্যতীত সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। খেলাফত ভিত্বিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে তাক্বওয়ার গুনাবলী অর্জন করতে হবে।
সভাপতির সমাপনি বক্তব্য শেষে প্রধান অতিথি মুসলিম উম্মাহর শান্তি ও বিপদ মুক্তির জন্য মোনাজাত পরিচালনা করেন।


