ক্রাইস্টচার্চের কড়চা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৮ ২০১৯, ০৮:৪৪

মনোয়ার শামসী সাখাওয়াত

ক্রাইস্টচার্চ — নিউজিল্যান্ডে যীশুখ্রিস্টের অনুসারী সম্প্রদায় ও গীর্জার একটি শহর। যীশু খ্রিস্টধর্মীদের বিশ্বাসের আকর। ক্রুশবিদ্ধ হয়ে যীশু নীরবে বইয়েছিলেন তাঁর রক্তের নহর। এভাবে তিনি অনুরাগী ও অনুসারীদের আদিপাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। মোক্ষ ছিল তাঁর লক্ষ্য। শুদ্ধচিত্ততা ছিল তাঁর মহান ব্রত।

কিন্তু ডেভিল সর্পিল লুসিফারও তো এই পৃথিবীতে চুপচাপ বসে থাকে নি। সেও তো লালন করেছে তার স্যাটানিক প্রজন্ম। ব্রেন্টন টেরান্ট সেই প্রজন্মের একজন বরপুত্র। মধ্যযুগে খ্রিস্টান ক্রুসেডের শ্বেতাঙ্গ অশ্বারোহী নাইট হোলি ল্যান্ড/জেরুসালেম পুনরুদ্ধারের নামে যেভাবে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ত ব্রেন্টন টেরান্ট এই উত্তরাধুনিক কালে একই প্রেরণায় ক্রাইস্টচার্চের মসজিদে মুসলিম রক্তের নেশায় ঝাঁপিয়ে পড়েছিল।

তাঁর মোটিভেশনাল আইডিওলজিতে ইসলামবিদ্বেষের সঙ্গে মিশেছে শ্বেতাঙ্গ ক্ষমতা ও শ্রেষ্ঠত্বের এক ডেডলি মিশেল। সে একা নয়। তার মত আরো অনেকেই রয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা এবং ওশেনিয়ার বিভিন্ন দেশে দেশে।

আমরা আশা করতে চাই যে, পশ্চিমা খ্রিস্টান শ্বেতাঙ্গ অধ্যুষিত দেশগুলোতে এইধরণের চরমপন্থী ধর্মবাদী ও বর্ণবাদী সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী নির্মূলে সেখানকার দায়িত্বশীল সরকার ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। আর যদি এক্ষেত্রে তারা কোন ধরণের ডাবল স্ট্যান্ডার্ড পলিসি নেয় তাহলে এই সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ ভয়াবহ পরিণাম বয়ে আনবে। কারণ আমরা জানি প্রতিটি ক্রিয়ারই একটি সম ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।