কৌশল-ই শক্তি -মুহিব খান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৬ ২০১৯, ২১:১৩

আমরা এখন ভারত-আমেরিকা বনাম চীন-মায়ানমারের ভয়াবহ আঞ্চলিক রাজনীতির গ্যাড়াকলে আছি।

মায়ানমার নিজ স্বার্থে চীনকে পাশে পেতে চীনের বৃহৎ স্বার্থে আরাকানকে জন- (মুসলিম) শূন্য করে দিচ্ছে। আমেরিকা সেটা চাচ্ছে না এবং এর বিপরীতে তিন পার্বত্য জেলার নীলনকশা করছে।

ভারতও নিজ স্বার্থে চীনের বিপরীতে আমেরিকার সহযোগী হচ্ছে, নানা কূট-কৌশল ও পরিবেশ তৈরি করে দিচ্ছে। বাংলাদেশকে ব্যাপক সাম্প্রদায়িক অস্থিরতায় ঠেলে দিয়ে দেন-দরবার করার এবং নিজ নিজ ঘাঁটি গাঁড়ার পাঁয়তারা চলছে।

রামুর বৌদ্ধ মন্দিরে হামলা, বি-বাড়িয়াসহ নানা অঞ্চলে হিন্দু মন্দিরে হামলা থেকে নিয়ে প্রিয়া সাহার নালিশ পর্যন্ত একই মিশনের ধারাবাহিকতা।

ভারতে মুসলিম নির্যাতন, তার উপর প্রিয়া সাহার জ্বলজ্যান্ত ঘটনায় দেশবাসী যখন বিক্ষুব্ধ, মুসলিম সমাজ যখন আহত; তখন বি-বাড়িয়ার মসজিদে অগ্নিকাণ্ডকে চক্রান্তের চরম ধাপ বলে ধরে নিন।

ঘটনাটির কাল হিসেবে জুমাবার এবং স্থান হিসেবে বি-বাড়িয়াকে বেছে নেয়ার উদ্দেশ্যও বুঝে নিন ।

সতর্ক থাকুন! কোনরকম উস্কানির ফাঁদে জড়াবেন না। প্রতিবাদে গর্জে উঠুন। আইনী পদক্ষেপ নিন। প্রতিশোধে পা বাড়েবেন না। ওরা তার-ই অপেক্ষায় আছে।

ওরা দৃশ্যমান একটি বড় সাম্প্রদায়িক হাঙ্গামার প্রমাণ ও পরিস্থিতিই চাচ্ছে।

এ মহা-সংকটের সমাধান শক্তিতে সম্ভব নয়, কৌশলের বিকল্প নেই। আমাদের এখন আরও অনেক বেশি কৌশলী হয়ে উঠতে হবে। মনে রাখবেন, কৌশল-ই শক্তি।

 

ফেইসবুক আইডি থেকে…