কুড়িগ্রামে বন্যার পানি কমলেও কমেনি দুর্ভোগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৬ ২০২০, ১৯:৩৬

রোকন, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি ধীর গতিতে কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নদ-নদীর তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘর বাড়ি থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বন্যা দুর্গতদের। চলমান করোনা ও বন্যা পরিস্থিতিতে হাতে কাজ না থাকায় খাদ্য সংকটে পড়েছেন তারা। এ অবস্থায় সরকারী বেসরকারী সহযোগীতার দিকে তাকিয়ে আছেন হতদরিদ্র পরিবারগুলো।

কুড়িগ্রামে ৬ জুলাই (সোমবার) সকালে ধরলা নদীর পানি ৩০ সেন্টিমিটার কমে গিয়ে বিপৎসীমার ২২ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপূত্র নদের পানি নূনখাওয়া পয়েন্টে ২৫ সে.মিটার কমে গিয়ে বিপৎসীমার ২০ সে.মিটার নীচ দিয়ে এবং চিলমারী পয়েন্টে ২২ সে.মিটার কমে গিয়ে বিপৎসীমার ৯ সে.মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে তিস্তা নদীর পানি ১৫ সে.মিটার কমে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩৫ সে.মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্রমাগত পানি কমতে থাকায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষজন। বন্যা কবলিত এলাকায় শিশু ও গবাদি পশুর খাদ্য সংকট নিয়েও বিপাকে পড়েছেন বানভাসী মানুষেরা। এসব এলাকার রাস্তা-ঘাট পানিতে তলিয়ে থাকায় বিছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা।

এদিকে নিম্নাঞ্চলে এখনো পানি জমে আছে। পানিতে নিমজ্জিত কৃষকের ফসল এখন মাথাচারা দিতে শুরু করেছে। চলতি বন্যায় জেলায় ৯হাজার ৭৮৯ হেক্টর জমির ফসল বিনস্ট হওয়ার আশংকা করছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। এরমধ্যে বোরো ধানের বীজতলা ৫৩২ হেক্টর, আউশ ধান ১ হাজার ৯৫৫ হেক্টর, শাক সবজি ৮৬০ হেক্টর, তিল ৩০২ হেক্টর, কাউন ২০ হেক্টর, চিনা ১৪০ হেক্টর, মরিচ ১৪০ হেক্টর এবং পাট ক্ষেত ৫ হাজার ৮৪০ হেক্টর।