কুড়িগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪২, লকডাউনেও উদাসীন জনসাধারণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৭ ২০২১, ১৪:০৩

রোকন সরকার, কুড়িগ্রাম: উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে কোনমতেই কমছে না করোনা সংক্রমণ। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সোমবার ২৬-০৭-২০২১ ;নতুন করে ২৮৭ জনের নমুনা পরীক্ষায় মোট ১০১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে সদর উপজেলায় ৩২জন, নাগেশ্বরীতে ১ জন, উলিপুরে ২১জন,চিলমারীতে ১৩ জন, রাজিবপুরে ১৪ জন,রৌমারীতে ৬ জন, রাজারহাটে ৩জন, ফুলবাড়ীতে ৬ জন, ভূরুঙ্গামারীতে ৫ জন।নতুনকরে ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যু দাড়ালো ৪২ জনে।

তবে সংক্রমণের এমন চিত্রেও করোনা সংক্রমণরোধে সচেতনতায় বেশ উদাসীন জেলার বাসিন্দারা। কঠোর লকডাউনেরও তেমন প্রভাব পড়েনি সাধারণ মানুষের মধ্যে।

শহরাঞ্চলে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাস্তায় লোকজনের সমাগম চলছে। মূল সড়কগুলোতে চলতে দেখা যাচ্ছে অটোরিক্সা, ইজিবাইক, মোটর সাইকেল আর প্রাইভেট । প্রশাসন থেকে যতক্ষণ নজরদারী থাকে ততক্ষণ পর্যন্ত সড়ক নিয়ন্ত্রণে থাকলেও তারা চলে যাওয়ার পর লেজে গোবরে অবস্থা হয় সড়কের।

তবে জেলার উলিপুর উপজেলা শহর ঘুরে দেখা যায় আজ মঙ্গলবার বেশ কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাস্তায় বেরিয়ে পড়া মানুষদেরকে জেড়ার মুখে পড়তে হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ছুটে চলছেন উপজেলা শহরসহ প্রত্যন্ত এলাকার হাটবাজারগুলোতে।ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। অযথা বেরিয়ে পড়া মানুষদের জরিমানা গুণতে হচ্ছে।

কিন্তু শহরের তুলনায় গ্রামাঞ্চলগুলোতে লকডাউন কিংবা স্বাস্থ্য বিধি মানতে তেমন সচেতনতা দেখা যাচ্ছে না।সেখানে স্বাভাবিক দিনগুলোর মত দোকানপাট খোলা থাকছে।সন্ধ্যার পরও চায়ের দোকানে ভিড় জমাচ্ছে লোকজন। দূর থেকে প্রশাসনের গাড়ীর শব্দ কানে আসলেই দোকানপাট বন্ধ রেখে সটকে পড়ছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, “স্বাস্থ্যবিধি মানতে প্রশাসন থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।”