কুলাউড়ায় বিজিবির গুলিতে তরুণ নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ৩০ ২০২০, ১২:৫৪

এম. এম আতিকুর রহমান: মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় নাসির বিড়ি পাচারের সময় বিজিবির গুলিতে আলম (১৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় থেকে দুই লক্ষ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে বিজিবি।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তের শুকনাভী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত হতভাগা বদরুল আলম উপজেলার হাজিপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আত্তর আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর আক্রমণ চালালে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে একজন নিহত হয়। বিজিবি আলীনগর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি নৌকা করে মনু নদী পার করে নিয়ে যাওয়ার সময় তা আটকাতে যায় বিজিবি। এ সময় চোরাকারবারিদের সহযোগী প্রায় ২৫/৩০ জন লোক দেশীয় অস্ত্রসহ বিজিবিকে ধাওয়া করে। তারা এসময় বিজিবির এক সদস্যকে দা দিয়ে কুপ দিতে এগিয়ে যায়। তখন প্রাণ রক্ষাতে গুলি চালায় বিজিবি। ঘটনাস্থলেই চোরাকারবারি দলের একজন মারা যায়। নিহত ছেলেটি এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল বলে জানা গেছে।