কুলাউড়ার ইউপি চেয়ারম্যানের লাশ দাফন করল কুলাউড়া (কোভিড 19) লাশ দাফন কারি টিম

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৩ ২০২০, ০০:১৩

মারজান আহমদ, কুলাউড়া থেকে:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহজাহান চৌধুরী লাশ দাফন করলো কুলাউড়া উপজেলার (covid-19) লাশ দাফন কারি টিম।

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের সম্মানিত(ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান (৭৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তিনি মারা যান।

তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব এটিএম ফরহাদ চৌধুরির নির্দেশনায় কোভিড ১৯ লাশদাফন টিমের ৭জন সদস্য মৃত ব্যক্তির বাড়িতে উপস্থিথ হয়ে সকল স্বাস্থ্যবিধি মেনে দাফন কাফন সম্পন্ন করেন।

বিকাল ৪.৩০মিনিটের সময় বরমচাল স্কুল এন্ড কলেজ মাঠে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, পুলিশ প্রশাসন ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃনুরুল হক এর উপস্থিতিতে জানাযার পর লাশ দাফন করা হয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় গত ৩০ আগস্ট তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এর আগে ২৮ অক্টোবর তিনি করোনা উপসর্গ নিয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের আইসোলেশন ইউনিট ভর্তি হন।

এটি কুলাউড়া (covid-19) লাশ দাফন কারী টিমের পরিচালক বলেন এটি আমাদের দশম লাশ দাফন।

তিনি আরো বলেন শুধু কুলাউড়া নয় পাশবর্তী উপজেলা জুড়ীতে এই টিম লাশ দাফন করে থাকে।

এমনকি সকল স্বাস্থ্যবিধি মেনে জুড়ী উপজেলায় একজন হিন্দু ব্যক্তির লাশ সৎকার করেছে তার টিম।