কুরআন অবমাননার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি পেশের সিদ্ধান্ত

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৫ ২০২১, ০০:২৩

গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি মুফতি রুহুল আমীনের আহ্বানে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজকের পরামর্শ সভার সিদ্ধান্ত সমূহ:

কুরআন অবমাননার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার দাবীতে আগামী ১৭ই অক্টোবর ২০২১ রবিবার বেলা ১১.০০ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে দাবী পেশ করা-সহ কর্মসূচি ঘোষণা করা হবে।

এতে আশপাশের জেলাসমূহের শীর্ষ উলামা-মাশায়েখ উপস্থিত থাকবেন।

অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশের দাবী আদায়ে আগামী রবিবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এতে দক্ষিণবঙ্গের শীর্ষ উলামা মাশায়েখ উপস্থিত থাকবেন।