কুখ্যাত কার্টুনিস্ট শার্লি হেবদোর পুরনো অফিসের কাছে হামলা

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৫ ২০২০, ২৩:৪৮

স্টাফ করেসপন্ডেন্ট:

ফরাসি ব্যাঙ্গাত্মক সাময়িকীর কুখ্যাত কার্টুনিস্ট শার্লি হেবদোর পুরনো অফিসের কাছে শুক্রবার ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।

দেশটির পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে একজনকে ঘটনাস্থলের কাছের বস্তি এলাকা থেকে আটক করা হয়েছে।

এছাড়া ফ্রান্স ইনফো রেডিও জানিয়েছে, সন্দেহভাজন আরো একজনকে পুলিশি জিম্মায় নেয়া হয়েছে। প্যারিস পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।

দেশটির প্রধানমন্ত্রী জেন ক্যাস্টেক্স বলেছেন, আহত দুইজনের অবস্থা শঙ্কটাপন্ন নয়।

এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি কুখ্যাত কার্টুনিস্ট শার্লি এবদোর কার্যালয়ে অস্ত্রধারীর হামলায় কার্টুনিস্টসহ ১২ জন নিহত হন। নবী মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পর বিক্ষুব্ধ জনতার আক্রোশের শিকার হন সাময়িকীটির সাংবাদিক ও কার্টুনিস্ট।

সেসময় হামলাকারীরা দাবি করে, হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানোর কারণেই এই হামলা করা হয়েছে।