কালবৈশাখীতে লণ্ডভণ্ড মোবাইল সেবা, ইন্টারনেট

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০১ ২০১৯, ১১:৫৬

বছরের প্রথম কালবৈশাখীতেই দেশব্যাপী লণ্ডভণ্ড হয়ে গেছে মোবাইল টেলিকম সেবা।ঝড়ের কারণে শুধু মোবাইল নয়, ইন্টারনেট সেবাও বিঘ্নিত হয়েছে। রাজধানীর বেশ কিছু এলাকায় রাত থেকে বন্ধ ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। কিছু এলাকায় সকালে চালু হলেও অনেক স্থানে দুপুরেও ইন্টারনেট ফেরেনি।

রোববার সন্ধ্যায় কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে মোবাইল ফোন অপারেটরদের মোট সাইটের প্রায় অর্ধেকটা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।জেনারেটর দিয়ে সেসব সাইট চললেও এর বড় একটি অংশই আবার জেনারেটরের ক্ষমতা ফুরিয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এদিকে, সাইটগুলো বন্ধ হয়ে যাওয়ায় দেশের একটি বড় এলাকা মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।মোবাইল ফোন অপারেটররা জানিয়েছেন, সকাল পর্যন্ত গ্রামীণফোনের প্রায় দুই হাজার ৮০০ সাইট একেবারেই বন্ধ হয়ে যায়।রবি’র বন্ধ হওয়া সাইটের সংখ্যা প্রায় দু্ই হাজার। বাংলালিংকের এই সংখ্যা দেড় হাজারের মতো। তবে সকাল থেকে অনেক জেনারেটরে আবার রিফুয়েলিংয়ের মাধ্যমে সচল করা হচ্ছে বলে জানিয়েছেন মোবাইল ফোন অপারেটরদের সংশ্লিষ্ট সূত্রগুলো।

দেশে মোবাইল ফোন অপারেটরদের মোট সাইটের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি।