কারাগারে মুখোমুখি ওসি প্রদীপ ও সাংবাদিক ফরিদুল মোস্তফা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৭ ২০২০, ১৩:৪৭

স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার জেলা কারাগারের কেইস টেবিলে মুখোমুখি হয় মেজর (অব:) সিনহা হত্যাকান্ডের ২নং আসামী ওসি প্রদীপ কুমার দাশ ও সাংবাদিক ফরিদুল মোস্তফা খান।

আজ (৭ আগস্ট) সকাল ৮ টায় কক্সবাজার জেলা কারাগারে দেখা হয় বহুল আলোচিত ওসি প্রদীপ ও তার হাতে অমানুষিক নির্যাতনের শিকার হয়ে কারান্তরীণ ফরিদুল মোস্তফার।

এ সময় ক্ষুব্ধ সাংবাদিক ফরিদুল মোস্তফা খান তাকে অনেক বকাঝকা করলেও নিরবে শুনেন সাবেক ওসি প্রদীপ কুমার দাশ।

বেলাল আজাদ নামে একজন কারাগারের বিশেষ সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছেন।

সূত্রে জানা গেছে সাবেক ওসি. প্রদীপ কুমার দাশের ক্রস ফায়ার বাণিজ্য নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ফরিদুল মোস্তফা খানকে সীমাহীন নির্যাতন করা হয়। এছাড়াও তাকে কয়েকটি মিথ্যা অস্ত্র ও মাদক মামলা দিয়ে জেল কাটানো সেই ওসি প্রদীপও এখন একই কারাগারে।

সেখানে নতুন কারাবন্দীদের নিয়ম মতে, কারাগারে যাওয়ার পরদিনই সকালে কারা কেইস টেবিলে আনা হয়ে থাকে। যেখানে নতুন বন্দীদের সাথে পুরাতন বন্দীদের দেখা স্বাক্ষাৎ হয়। এ সময় কারাগারের অন্যান্য বন্দীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

বিতর্কিত ওসি প্রদীপ কর্তৃক মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে বন্দী শত শত হাজতী সাবেক এই ওসি’কে এক নজর দেখে ঘৃণা জানাতে কেইস টেবিলে ভিড় করে বলে জানা গেছে।