কাজী তানভীরের কবিতা ‘এই শহরে নেই’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৯ ২০১৯, ১৮:২০

শহর ঘুরে দেখছি অনেক
গাড়ি বাড়ির ভীড়,
তবুও কেন মন ভরে না
যায় বারেরার নীড়।

এই শহরে নেই কুড়ে ঘর
ফুল-ফসলের মাট,
পাখ-পাখালির ভনভনানি
নেই যে খেয়ার মাট।

খোকা মনির পুতুল খেলা
এই শহরে নেই,
মোবাইল টিভির বন্ধু হয়ে
হেলায় কেটে দেই,

আলুর চাটনি বেগুন ভর্তা
পাই না খেতে ভাই!
থাকবো না আর এই শহরে
ছাড়ছি শহর তাই,