কাউন্সিলর পদ থেকে ইরফান সেলিমকে সাময়িক বহিস্কার

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ২৭ ২০২০, ১৮:৫৭

কাউন্সিলর পদ থেকে ইরফান সেলিমকে সাময়িক বহিস্কার করেছে স্থানীয় সরকার।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পদ থেকে বহিস্কার করা হয়েছে ইরফান সেলিমকে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তাজুল ইসলাম বলেন, “সিটি করপোরশনের নিয়মানুযায়ী কাউন্সিলর ইরফানকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত গেজেট খুব শিগগিরই প্রকাশ করা হবে।”

তিনি আরো বলেন, “সিটি করপোরেশন আইনে বলা হয়েছে, যেকোনো আদালতে কেউ সাজাপ্রাপ্ত হলে তিনি বরখাস্ত হবেন”।

উল্লেখ্য, ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। সোমবার মাদক, অবৈধ অস্ত্র ও অবৈধভাবে ওয়াকিটকি রাখার অপরাধে তাদের দুজনকে এ সাজা দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সাজা দেন।

এর আগে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের ওপর হামলার অভিযোগে ইরফান সেলিমকে সোমবার পুরান ঢাকার বাসা থেকে আটক করে র‍্যাব।

তিনি সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ও নোয়াখালীর আলোচিত সাংসদ ইকরামুল হকের জামাতা।