কলারোয়ায় হত্যা মামলায় দুই গ্রাম পুলিশ গ্রেফতার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৬ ২০২০, ২০:০৬

রেজওয়ান উল্লাহ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনার জেরে গোলাম কুদ্দুস নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই গ্রাম পুলিশকে আটক করেছে পুলিশ৷

রোববার ভোররাতে উপজেলার হিজলদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী (ফকির পাড়া) এলাকার চন্দ্র স্বর্ন দাসের ছেলে অশোক দাস (৪০) ও মাধব দাসের ছেলে দিলিপ দাস (৪০)৷

এ নিয়ে এই মামলায় ৪ জন আসামিকে গ্রেফতার করা হলো।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পরিদর্শক বুরহান উদ্দিন ও এসআই (নি.) রাজ কিশোর পাল সংগীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাম কুদ্দুস হত্যা মামলার আসামি দুই গ্রাম পুলিশকে চন্দনপুর ইউনিয়নের হিজলদী এলাকা হতে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের দ্বারা পিটুনির শিকার হন উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের গোলাম কুদ্দুস (৪৭)। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটে ২১ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী ফিরোজা খাতুন বাদী হয়ে থানায় মামলা (নং-২০) করেছেন। ওই দিনই পুলিশ মামলার ১নং ও ২নং আসামী প্রতিবেশি গৃহবধূ মৌসুমি খাতুন ও তার দেবর মনিরুল ইসলাম মনিরকে আটক করে।