কলমাকান্দায় ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে ৫০ গ্রাম প্লাবিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৮ ২০২০, ২৩:২০

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় দুই দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গিয়াছে।

বন্যায় উপজেলার ৮টি ইউনিয়নের ৫০টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। আমন বীজতলা, কাঁচা রাস্তাঘাট, পুকুর, গাছপালা-সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে এবং বন্যার্তদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ করেন।