কর্ণফুলীতে ৪৪ ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত নুরুল হক চৌধুরী

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ২০ ২০২০, ২০:০০

নিজস্ব প্রতিনিধি:

কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের শুণ্য হওয়া সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে ৪৪ ভোট বেশি পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন নুরুল হক চৌধুরী।

ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ইমরান হোসেন।

২০ অক্টোবর (মঙ্গলবার) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গণণা শেষে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনী ফলাফল সূত্র মতে,
প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীদের মধ্যে মোহাম্মদ নুরুল হক চৌধুরী (আপেল) মার্কায় ভোট পান ৫৮০ ,মোহাম্মদ নাজের (বৈদুৎতিক পাখা) পান ১৪ ভোট ও জয়নাল আবেদীন বাবু (টিউবওয়েল) পান ৫৩৬ ভোট। মোট ভোট পড়ে ১১৩০। বাতিল ভোটের সংখ্যা ২৪। উপস্থিতির ভোটের সংখ্যা ১১৫৪। অনুপস্থিত ৩৮১ জন ভোটার।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর শুক্কুর জানান, এই কেন্দ্রের ভোটের সংখ্যা ১৫৩৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৭৯১, মহিলা ভোটার ৭৪৪ জন। গত ২ এপ্রিল জুলধা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্যরা কেন্দ্রে যথাযথ দায়িত্ব পালন করেন। এতে নির্বাচনে দায়িত্ব পালন করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নব নির্বাচিত ইউপি সদস্য নুরুল হক চৌধুরী।