কর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ যানবাহনকে জরিমানা 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৩ ২০২১, ২২:০৯

নিজস্ব প্রতিনিধি:চট্টগ্রাম কর্ণফুলীতে অতিরিক্ত যাত্রী বহন ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে পাঁচ যানবাহনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র্ট শাহিনা সুলতানা শিকলবাহার ওয়াই ক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এতে অতিরিক্ত যাত্রীবহন, ফিটনেসহীন গাড়ি ও চালকের লাইসেন্স না থাকায় পাঁচটি যানবাহন ও ড্রাইভারকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএনও সিএ দীপক চাকমা এবং কর্ণফুলী থানার এস আই মো. আমির ও সঙ্গীয় ফোর্স।

ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা জানান, অতিরিক্ত যাত্রী বহন ও লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে পাঁচ যানবাহনকে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত চলবে বলে জানান তিনি।