কর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের অভিযান; দুই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৬ ২০২০, ২১:৫৪

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: কর্ণফুলীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চিকিৎসা সম্পর্কিত দুই প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।

২৬ (জুলাই) রবিবার এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।

উপজেলার বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক কর্ণফুলী চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার) টাকা ও নিবন্ধনহীন ডাক্তার পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অপরাধে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন-স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ দীপু চাকমা, কর্ণফুলী থানা পুলিশের সঙ্গীয় ফোর্স।