কর্ণফুলীতে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রচারণা, মাইকিংসহ বিভিন্ন পদক্ষেপ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৯ ২০২০, ২১:৫৪

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা, কর্ণফুলী, চট্টগ্রাম: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় জুলধা ইউনিয়নের ডাঙ্গাচর গ্রামে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

১৯মে মঙ্গলবার সকাল থেকে ইউপি চেয়ারম্যান,ওর্য়াড মেম্বার,সিপিপি সেচ্ছাসেবকদের সহযোগিতায় সর্তক মূলক মাইকিং,প্রচরণা,এবং ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ স্হানে সরিয়ে নেওয়া সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, উল্লেখিত এলাকাটি বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত হওয়ায় ১৯৯১ এর মহা সাইক্লোন এ এই এলাকার লোকজনের ব্যাপক ক্ষয়-ক্ষতির হয়।

এইসময় কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ নোমান হোসেন নিজে উপস্থিতি থেকে বলেন ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় আমরা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি উপজেলার সকল আশ্রয় কেন্দ্রসমূহ খুলে দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন সহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সরবরাহ করা হয়েছে।

এছাড়াও ইতোমধ্যে উপজেলায় জরুরি সেবার জন্য কন্ট্রোলরুম খোলাসহ মেডিকেল টিম গঠন করা হয়েছে।