করোনা মৃত লাশ নিয়ে পুরো শহর ঘুরে পুলিশের উপস্থিতিতে দাফন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৫ ২০২০, ০১:৩৩

খুলনা প্রতিনিধি:
মহানগরের মানিকতলা জামে মসজিদের ক্যাশিয়ার ও ব্যবসায়ী মোহাম্মদ আলী গতকাল রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতে মারা যান। মৃতের ভাই তাকওয়া ফাউন্ডেশনের দাফন-কাফন টিমের সাথে গতকাল রাত সাড়ে ১২ টার সময় যোগাযোগ করলে আমরা (তাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা) ফজর বাদেই রওয়া হই। খুলনা মেডিকেলে যাবার পর মৃতের ভাই বলেন, আমাদের মহল্লায় গোসল করাতে দিবেনা।
তাৎক্ষণিকভাবে শহরের বসুপাড়া কবরস্থানে গোসল খানায় লাশ নিয়ে গেলে সেখারকার দায়িত্ত্বে থাকা রিজাউল জানায় এখানে গোসলের ব্যবস্থা নেই। অনেক অনুরোধ করেও গোসল করাতে দেওয়া হলোনা।
দাফন টিমের সমন্নয়কারী হাফেজ মো: ওয়াহিদুজ্জামান নিরালা কবরস্থানের কেয়ারটেকারের সাথে ফোনে যোগাযোগ করলে সেও সাফ বলে দেয় এখানেও কোন ব্যবস্থা নেই!
গোয়ালখালীতেও যোগাযোগ করেও কোন ব্যবস্থা না হওয়ায় দাফন টিমের সমন্নয়কারী মৃতের ভাইকে বলেন আপনার মহল্লায় চলেন সেখানেই যে কোন এক জায়গায় আমরা গোসলের ব্যবস্থা করবোই ইনশাআল্লাহ।
সেখানে মানিকতলায় যাবার পর কিছু লোক ওখানেও গোসল করাতে দিতে নারাজ!
এমতাবস্থায় একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের সাথে বাকবিতন্ডা ও মারমুখী পরিস্থিতির সৃষ্টি হয়।
অবস্থার বেগতি দেখে নিরুপায় হয়ে তাৎক্ষণিক দাফন টিমের সমন্নয়কারী খুলনা অতিরিক্ত জেলাপ্রশাসক জিয়াউর রহমানকে (সার্বিক) এর সাথে ফোনে বিষয়টি জানালে সাথে সাথেই পুলিশ পাঠান। পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়। এবং সেখানেই গোসল শেষে মানিক তলা মসজিদ চত্বরে জানাজা শেরে স্থানীয় মহেশ্বরপাশা কালিকাবাড়ী কবরস্থানে মৃত মোহাম্মাদ আলী কে দাফন করা হয়।

দাফন টিমে উপস্থিত ছিলেন, সমন্নয়কারী হাফেজ মো: ওয়াহিদুজ্জামান, মাও: শরীফুল ইসলাম, মাও: ইলিয়াস হোসাইন, মো: আব্দুস সোবহান খান, মাও: আল আমীন, হাফেজ আবু রায়হান মৌলভী আব্দুল হাই, মো: ওয়াক্কাস আলী, মো: ইমাম হাসান, মো: জাহিদুল ইসলাম, মো: আব্দুল হালিম প্রমুখ।