করোনা পরীক্ষা অপচয় ছাড়া কিছুই নয়: বিল গেটস

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ৩১ ২০২০, ১৮:২৪

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা অপচয় ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশজুড়ে যে পরীক্ষা হচ্ছে তার ফলাফল ঠিক সময়ে আসছে না। দ্রুত ফল পাওয়া গেলে পরিবারের অন্যরা সতর্কতা অবলম্বন করতে পারে বলে মনে করেন তিনি।

একইসঙ্গে করোনা পরীক্ষার ফল পেতে অর্থ খরচ করারও সমালোচনা করেন তিনি। বলেন, দীর্ঘসময় পর ফল পেয়ে টাকা দেয়ার কোনো মানেই হয় না। দেশটিতে পরীক্ষার পর ফল পেতে তিন থেকে ৭ দিন পর্যন্ত সময় সময় লাগছে বলেও জানান গেটস।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত হওয়া দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪৬ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের শরীরে। মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার। সুস্থ হয়েছে পৌনে ২৩ লাখ মানুষ। বর্তমানে আক্রান্ত রয়েছে ২১ লাখ ৯৪ হাজারের বেশি। যার মধ্যে ১৮ হাজারের বেশি মানুষের অবস্থা গুরতর।