করোনা আতঙ্কে রোগী শূণ্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০২০, ১২:২৬

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

করোনাভাইরাস আতঙ্কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কমে গেছে। রোগীরা নিজেরাই ছুটি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

মঙ্গলবার হাসপাতাল ঘুরে দেখা গেছে, অধিকাংশ ওয়ার্ডে ১০-১৫ জন করে রোগী চিকিৎসাধীন রয়েছেন; যেখানে ২৪ বেডের ওয়ার্ডে শতাধিক রোগী থাকতেন। এর বেশিরভাগ থাকতেন মেঝেতে বিছানা পেতে।

হাসপাতালের ১ নম্বর গাইনী ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স আফিয়া খাতুন জানান, স্বাভাবিক অবস্থায় ২৪ বেডের বিপরীতে প্রতিদিন ১০০ থেকে ১২০ জন রোগী ভর্তি থাকতেন। গত সপ্তাহ থেকে রোগী কমতে কমতে মঙ্গলবার ১৫ জনে এসে ঠেকেছে।

ভাইরাস আতঙ্কে রোগীরা নিজেরাই ছুটি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন বলে জানান তিনি।

হাসপাতালের সিকিউরিটি গার্ড আব্দুল মাজেদ জানান, আগে রোগীর স্বজন ও দর্শনার্থীদের সামাল দিতে হিমশিম খেতে হতো। এখন হাসপাতালে দর্শনার্থী আসা বন্ধ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া হাসপাতালে লোকজন আসছে না।

হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, আগে যেখানে প্রতিদিন সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসানিতেন, সেখানে মঙ্গলবার ভর্তি আছে মাত্র ১ হাজার ২৭ জন।

করোনাভাইরাস আতঙ্কে রোগী আরো কমে যেতে পারে ধারণা করছেন তিনি।