করোনায় অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ ‘ষোলআনা শপ’ -এর

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৩ ২০২০, ২০:৩৮

কোভিড-১৯ অর্থাৎ করোনা আতঙ্কে বিপর্যস্ত আজ সারা বিশ্ব। বাংলাদেশেও এর প্রভাব ব্যাপক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের উদারমনা হাজারো মানুষ ও অসংখ্য সংগঠন। যা লকডাউন আর হোম কোয়ারেন্টাইনের কারণে অনলাইনেও ধারণাতীত সাড়া পাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘সব পেশাই হার মেনে যায় মানবতার টানে’ স্লোগান দিয়ে এই মহৎ সেবায় এগিয়ে এসেছে ষোলআনা শপ নামের একটি অনলাইন শপ।

ষোলআনা শপের উদ্যোক্তা ওয়াছিক ইবনে হাফিজ ও আনওয়ার ইব্রাহিম বলেছেন, আমরা একটি সেবামূলক ফান্ড তৈরি করেছি। যা কিছুটা ভিন্নরূপ। আমাদের মূল উদ্দেশ্য বেশি মানুষের সেবায় আত্মনিয়োগ করা নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো, এমন কোন ব্যক্তি যেনো না থাকেন; যিনি সাহায্য করতে চাচ্ছেন। কিন্তু মাধ্যম পাচ্ছেন না।

তিনি বলেন এই উদ্দ্যেশ্যে ছোট প্রতিষ্ঠান হিসেবে এখনো আমরা অপরিপক্ক। তবে প্রবল উদ্দীপনা ও আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে আমরা সফলতার কাছে পৌঁছতে চাই।

পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ষোলআনা শপ কর্তৃপক্ষ।