করোনার দ্বিতীয় ধাপ: লন্ডনে ফের লকডাউন ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৫ ২০২১, ০৬:৫৪

ইংল্যান্ডে দ্বিতীয়ধাপে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সোমবার (৪জানুয়ারী) থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুরো দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার ডাউনীং স্ট্রীটে এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

নতুন ঘোষণা অনুযায়ী নতুন করে ‘স্টে এ্যাট হোম’ অর্ডার ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল হসপিটালিটি খাত ও অপরিহার্য নয় এমন সব দোকান পাট। লকডাউনের আওতামুক্ত থাকবে নিত্যপ্রয়োজনীয় দোকান তবে বন্ধ থাকবে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান।

বর্তমানে করোনায় চরম ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য অন্যতম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত করা হয়েছে ৫৮ হাজারেরও বেশি মানুষের দেহে, মারা গিয়েছেন ৪০৭ জন।

ইউরোপজুড়ে করোনার নতুন ঢেউ শুরু হয়েছে ফলে ইতোমধ্যেই অনেক দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের অন্যান্য দেশগুলোর চেয়ে যুক্তরাজ্যে করোনার প্রকোপ বেশি লক্ষ্য করা গেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই মুহুর্তে লকডাউন ঘোষণা করা না হলে প্রথম ধাপের চেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটবে। বিজ্ঞানীরা প্রতিদিন ৪০০০হাজার মানুষের মৃত্যুর আশংকা করেছেন।