কওমী মাদরাসায় কুরবানির পশুর চামড়া না দিতে এমপি মোকতাদিরের আহ্বান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৬ ২০২১, ২১:৩২

কোরবানির পশুর চামড়া কওমী মাদরাসায় না দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

১৬ জুলাই (শুক্রবার) জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগের প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়্যালি যোগ হয়ে তিনি এ আহ্বান জানান। কওমী মাদরাসাগুলোকে দেশকে অস্থিতিশীলকারি হিসেবে আখ্যায়িত করেন তিনি।

সকালে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস শ্রমিক, ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন এক হাজার সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো, ১০ কেজি চাল, এক লিটার তেল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই, ২০০ গ্রাম দুধ, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক প্যাকেট নুডুলস, দুটি সাবান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে মোকতাদির চৌধুরী এম.পি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।