“কওমি মাদ্রাসার ঐতিহ্য ও স্বাতন্ত্র রক্ষায় উলামায়ে কেরামের ঐক্যের কোন বিকল্প নেই”

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৫ ২০২০, ০৩:২৫

কওমি মাদ্রাসার ঐতিহ্য ও স্বাতন্ত্র রক্ষায় উলামায়ে কেরামের ঐক্যের কোন বিকল্প নেই
-জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে
========================

গত ১২ সেপ্টেম্বর রোজ শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা ব্রাডফোর্ডের জামেয়া খাতামুন নাবিয়্যীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউকে জমিয়ত আয়োজিত সভায় নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের মাদারিসে কওমিয়া আজ বহুমুখী ষড়যন্ত্রের কবলে। একদিকে ইয়াহুদী, খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দুত্ববাদীদের ত্রিশুলের আঘাত অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদীদের ষড়যন্ত্র সহ তথাকথিত গণতন্ত্রের ধ্বজাধারী সরকার এবং তাদের কিছু দুশোর কওমি অঙ্গনে ঘাপটি মেরে থাকা গুটিকয়েক স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানীদের ষড়যন্ত্রের শিকারে আজ গোটা কওমি অঙ্গন ক্ষতবিক্ষত। বিশেষ করে শতায়ুবর্ষি বাংলাদেশের আলিমকুলের শিরোমণি শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি হাফিজাহুল্লাহর বার্ধক্যের সুযোগ নিয়ে তৌহিদী জনতার আস্থার প্রতিক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মত মজলুম রাহবরকে হেয় করার ঘৃণ্য অপচেষ্টা চালানো হচ্ছে। এ সকল ষড়যন্ত্রের মোকাবেলায় বাংলাদেশ মাদারিসে কওমিয়ার সুনাম অক্ষুন্ন রাখতে রাখতে হলে হক পন্থী ওলামায়ে কেরামের ঐক্যের কোন বিকল্প নেই। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে এর মুহতারম সভাপতি বহু গ্রন্থ প্রণেতা, জামিয়া খাতামুন্নাবিয়্যীন ব্রাডফোর্ড সম্মানিত প্রিন্সিপাল শায়খুল হাদিস মুফতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে মহাসচিব মাওলানা মামনুন মহিউদ্দিন ও যুগ্ম মহাসচিব মাওলানা এখলাসুর রহমান বালাগঞ্জীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা মুদ্দাসিসর আনোয়ার।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে আয়োজিত সভায় লন্ডন, মিল্টনকিংস, বার্মিংহাম, সান্ডওয়েল, ওয়ালসাল, লিডস, ব্রাডফোর্ড সহ বিভিন্ন টাউনের বিপুল সংখ্যক প্রতিনিধির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন শায়েখ মাওলানা এখলাছুর রহমান, শায়খ মাওলানা আব্দুল জলিল, শায়েখ মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী, মাওলানা আব্দুর রব ফয়েজী, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা কারী আব্দুল হাফিজ শাহবাগী,শায়খ মাওলানা আবু তাহের ফারুকী, হাফিজ জালাল উদ্দিন, মুফতি মাওলানা আজিম উদ্দিন, মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা আহমদ মাদানী, মাওলানা মিফতাহ উদ্দীন মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর, মাওলানা সৈয়দ আব্দুল মুহিত মাওলানা আলী হোসাইন আলহাজ্ব জামিল বদরুল, মাওলানা ক্বারী মাওলানা মুদ্দাসিসর আনোয়ার, মইনুল ইসলাম, মাওলানা ওবায়দুল হক, মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা আবুল মানসূর প্রমুখ।
সভাশেষে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর শাইখুল হাদিস মাওলানা খলিলুর রহমান পীর সাহেব বরুনার আশু রোগমুক্তি এবং কোবিড-১৯ করোনা ভাইরাসের প্রকোপ হতে পরিত্রাণ সহ মুসলিম জাহানের ঐক্য ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি শাইখুল হাদিস মুফতি মাওলানা সাইফুল ইসলাম সাহেব।