ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৫টি নৌকা ৩টি স্বতন্ত্র বিজয়ী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০১ ২০২২, ১২:৪৭

আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৬ষঠ ধাপের ইউনিয়ন নির্বাচন গতকাল ৩১জানুয়ারী ২০২২ইং সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষিঠত হয়েছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ৮টি ইউনিয়নের ৭২টি ওর্য়াডের ৭৮টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন করা হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাচন কমিশন তাজপুর ডিগ্রী কলেজে রাত ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিতিতে ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনের ফলাফল বেসরকারীভাবে ঘোষণা করেন।

বেসরকারী ভাবেচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ১নং উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান বিজয়ী হয়েছেন গোলাম কিবরিয়া নৌকা মার্কায় ভোট পেয়েছেন ২২২৯টি তার নিকটতম প্রতিদ্ধন্ধি স্বতন্ত্রপ্রার্থী (বিএনপি) আব্দুল হাকিম মোটরসাইকেল মার্কায় ভোট পেয়েছেন ২২২৬টি।,২নং সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন সায়েদ আহমেদ মুছা (ভিপি-মুছা) নৌকামাকায় ভোট পেয়েছেন ৮৬৮৪টি।তারনিকটতম প্রতিদ্ধন্ধি গোলাম কিবরিয়া ঘোড়ার মার্কায় ভোট পেয়েছেন-৫৫৬৯টি। ৪নং বুরুঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন আখলাকুর রহমান নৌকা মার্কায় ভোট পেয়েছন-৩৪৪৬টি তার নিকটতম প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র (বিএনপি) মুজাহিদ আলী আনারস মার্কায় ভোট পেয়েছেন-২০০১টি। ৫নংগোয়ালা বাজার ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন পীর মজনু মিয়া নৌকা মার্কায় ভোট পেয়েছেন৬০৮৪টি।তারনিকটতম প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র মানিক মিয়া ঘোড়া মার্কায়ভোট পেয়েছেন ৪৭৬৪টি।, ৮নং উসমানপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেব বিজয়ী হয়েছেন ওলিউল্ল্যা বদরুল নৌকামাকায় ভোট পেয়েছেন ৬০৬৬টি।তার নিকটতম প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র আব্দুল্লাহ মিছবা মটরসাইকেল মাকায় ভোট পেয়েছেন৩৮০৫টি।, ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) গোলাম রব্বানী চৌঃসুমন আনারস মাকায়ভোট পেয়েছেন২৪৭৯টি।তারনিকটতমপ্রতিদ্ধন্ধি আব্দুল হান্নান নৌকা মার্কায় ভোটপেয়েছেন ২৪৬৮টি। ৬নং তাজপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী)প্রার্থী অরুণোদয় পাল ঝলক আনারস মার্কায় ভোট পেয়েছেন৮৩৬৮টি।তার নিকটতম প্রতিদ্ধন্ধি ফয়ছল হোসেন সমুন নৌকামাকায়ভোট পেয়েছেন ৩৬৬১টি। ৭নং দয়ামির ইউনিয়নে চেয়ারম্যান হিসেবেবিজয়ী হয়েছেনস্বতন্ত্র (বিএনপি) এসটিএম ফখরউদ্দিন মটরসাইকেল মার্কায়ভোটপেয়েছেন ৫৩০৬টি।তারনিকটতমপ্রতিদ্ধন্ধি স্বতন্ত্র (বিএনপি) নুরউদ্দিন নুনু আনারস মার্কায় ভোট পেয়েছেন ৫২১৫টি।