ওসমানীনগরে স্মাইল চ্যারিটি এর মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ কার্যক্রম শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৭ ২০২১, ০০:২৮

করোনা মহামারীর ২য় ধাপে আবারো স্থবির হয়ে পারছে বাংলাদেশ। এই মহামারিতে গত বছরের ন্যায় এবারো ওসমানীনগরে শুরু হয়েছে স্মাইল চ্যারিটির ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি। এই কর্মসূচি চলবে পুরো রমজান মাসব্যাপী।

চ্যারিটি প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক জনাব দিলোয়ার হোসেন এর পারিবারিক অর্থায়নে আজকে প্রায় ১৩০জন গরিব, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, এতিম ও মুসাফিরদের মাঝে বিতরণ করা হয়।

চ্যারিটির কার্য নির্বাহি কমিটির আহবায়ক জনাব মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ এর দোয়ার মাধ্যমে শুরু হয় ইফতার বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন চ্যারিটির কার্য নির্বাহি কমিটির যুগ্ম আহবায়ক শাইখুল ইসলাম শায়েখ, সদস্য সচিব নজরুল ইসলাম, সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল মামুন, মাওলানা নিজাম উদ্দিন, সদস্য নুরুল ইসলাম, নাজমুল ইসলাম সহ চ্যারিটির অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব মাওলানা রশীদুর রহমান।

আরো উপস্থিত ছিলেন সিলেট আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুফিয়ান হুসাইন, ও অন্যতম সদস্য আবু বকর সিদ্দীক।

উল্লেখ্য গত মার্চ ২০২০ ইংরেজি একবছর থেকে টানা প্রতি সাপ্তাহে শুক্রবারে, অসহায়, এতিম, প্রতিবন্ধি, বিধবা, মানসিক বিকারগস্ত, ও ভাসমান মানুষদের মাঝে ফ্রি খাবার বিতরণ করে আসছে এই চ্যারিটি।পাশাপাশি করোনা কালিন সময়ে বিভিন্ন মানুষদেরকে খাদ্যা সামগ্রী বিতরণ সহ গত বছর পুরো রমজান মাস ব্যাপি ফ্রি ইফতারি বিতরণ করা হয়।

তারই ধারাবাহিকতায় এবারো ফ্রি ইফতারি বিতরনের আয়োজন করা হয়েছে।
বিভিন্ন দেশের প্রবাসী ভাই বোন ও ব্যাবসায়ীদের আর্থিক সহযোগিতায় চ্যারিটির এই কাজ বাস্থবায়ন করা হয়।

এবারের আয়োজনে চ্যারিটির অন্যতম দাতা নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাবাসি উনার সহযোগিতায় এগিয়ে চলছে বিতরণ কর্মসূচি।

সবার দোয়া ও সহযোগিতার আহবান।
আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ এবারের ইফতারি ও সফল হবে।