ওসমানীনগরে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ মুনতাসির আলীর সমর্থনে গণ-জমায়েত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০১ ২০২৫, ০০:১৮

​সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মুনতাসির আলীর সমর্থনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিরাট গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে। ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

​প্রধান অতিথির বক্তব্য সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী তাঁর রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, খেলাফত মজলিস সবসময় মানুষের অধিকার, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে এসেছে। রাজনীতিকে তিনি সেবার মাধ্যম হিসেবে দেখেন। তিনি অভিযোগ করেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন, সুশাসন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং জনগণের অধিকার, উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন।

মুনতাসির আলী আরও বলেন, তাঁর দল কোনোভাবেই ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, বরং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে। তিনি জনগণের প্রতিশ্রুতির প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।

​তিনি বর্তমান চ্যালেঞ্জিং সময়ের কথা উল্লেখ করে বলেন, সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিলীন হয়ে যাচ্ছে, এবং মাদক, দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি মনে করেন, আজকের এই গণ-জমায়েত প্রমাণ করে যে জনগণ পরিবর্তন চায় এবং তারা দুর্নীতি, অবিচার ও রাজনৈতিক দলবাজি থেকে মুক্তি চায়। তিনি বিশ্বাস করেন, আল্লাহভীরু নেতৃত্বই সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, এবং তিনি একটি নৈতিকতা সম্মত, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করবেন।

​খেলাফত মজলিস ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুদ্দীন মাজমুন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিউর রহমানের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

​বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা নেহাল আহমদ (খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি) মাওলানা শুআইব আহমদ (ওসমানীনগর উপজেলা সভাপতি)

এছাড়াও সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন,
​কে এম রায়হান আহমদ- সমাজকল্যান সম্পাদক যুব মজলিস সিলেট জেলা মাওলানা মইনুল ইসলাম মাশকুর (সভাপতি যুব মজলিস ওসমানীনগর) এইচ এম আযহার- প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা মাওলানা জুবায়ের আহমদ- সাবেক সভাপতি ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা, আজমল আহমদ – সহ সভাপতি ওসমানীনগর প্রমুখ।

​স্থানীয় নেতৃবৃন্দ- হাফিজ আব্দুল্লাহ কাপ্তান – জোন তত্তাবধয় পশ্চিম পৈলনপুর ক্বারী নুরুল আমিন – সহ সভাপতি, খেলাফত মজলিস পশ্চিম পৈলনপুর, মাও. জুনেদ আহমদ – সহ সভাপতি পশ্চিম পৈলনপুর ইউনিয়ন, মাও.শাব্বির আহমদ – সহ সাধারণ সম্পাদক পশ্চিম পৈলনপুর ইউনিয়ন, হাফিজ আতিকুর রহমান – বায়তুলমাল সম্পাদক, মাও. ওলিউর রহমান – সাংগঠনিক সম্পাদক, ক্বারী ইমদাদুল হক – প্রচার সম্পাদক হাফিজ আবু বকর,হাফিজ আব্দুল মতিন, কে এম ইসলাম নাবিল, এইচ মারজান, হা: রায়হান।​ ব্যবসায়ী সমাজ, শিক্ষাবিদ,​যুব সমাজ
​সংগঠনের নেতাকর্মীরা।

​বক্তারা মুহাম্মদ মুনতাসির আলীকে একজন প্রজ্ঞাবান, আদর্শবান ও শিক্ষিত রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন, যিনি তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁরা দৃঢ়ভাবে বলেন যে, তাঁর মতো যোগ্য, দক্ষ ও ধর্মভীরু নেতা সংসদে গেলে সিলেট-২ অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাঁরা এই এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দেন।