ওসমানীনগরে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ মুনতাসির আলীর সমর্থনে গণ-জমায়েত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০১ ২০২৫, ০০:১৮
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মুনতাসির আলীর সমর্থনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিরাট গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে। ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী তাঁর রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, খেলাফত মজলিস সবসময় মানুষের অধিকার, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে এসেছে। রাজনীতিকে তিনি সেবার মাধ্যম হিসেবে দেখেন। তিনি অভিযোগ করেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন, সুশাসন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং জনগণের অধিকার, উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মুনতাসির আলী আরও বলেন, তাঁর দল কোনোভাবেই ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, বরং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে। তিনি জনগণের প্রতিশ্রুতির প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।
তিনি বর্তমান চ্যালেঞ্জিং সময়ের কথা উল্লেখ করে বলেন, সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিলীন হয়ে যাচ্ছে, এবং মাদক, দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি মনে করেন, আজকের এই গণ-জমায়েত প্রমাণ করে যে জনগণ পরিবর্তন চায় এবং তারা দুর্নীতি, অবিচার ও রাজনৈতিক দলবাজি থেকে মুক্তি চায়। তিনি বিশ্বাস করেন, আল্লাহভীরু নেতৃত্বই সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, এবং তিনি একটি নৈতিকতা সম্মত, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করবেন।
খেলাফত মজলিস ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুদ্দীন মাজমুন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিউর রহমানের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা নেহাল আহমদ (খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি) মাওলানা শুআইব আহমদ (ওসমানীনগর উপজেলা সভাপতি)
এছাড়াও সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন,
কে এম রায়হান আহমদ- সমাজকল্যান সম্পাদক যুব মজলিস সিলেট জেলা মাওলানা মইনুল ইসলাম মাশকুর (সভাপতি যুব মজলিস ওসমানীনগর) এইচ এম আযহার- প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা মাওলানা জুবায়ের আহমদ- সাবেক সভাপতি ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা, আজমল আহমদ – সহ সভাপতি ওসমানীনগর প্রমুখ।
স্থানীয় নেতৃবৃন্দ- হাফিজ আব্দুল্লাহ কাপ্তান – জোন তত্তাবধয় পশ্চিম পৈলনপুর ক্বারী নুরুল আমিন – সহ সভাপতি, খেলাফত মজলিস পশ্চিম পৈলনপুর, মাও. জুনেদ আহমদ – সহ সভাপতি পশ্চিম পৈলনপুর ইউনিয়ন, মাও.শাব্বির আহমদ – সহ সাধারণ সম্পাদক পশ্চিম পৈলনপুর ইউনিয়ন, হাফিজ আতিকুর রহমান – বায়তুলমাল সম্পাদক, মাও. ওলিউর রহমান – সাংগঠনিক সম্পাদক, ক্বারী ইমদাদুল হক – প্রচার সম্পাদক হাফিজ আবু বকর,হাফিজ আব্দুল মতিন, কে এম ইসলাম নাবিল, এইচ মারজান, হা: রায়হান। ব্যবসায়ী সমাজ, শিক্ষাবিদ,যুব সমাজ
সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা মুহাম্মদ মুনতাসির আলীকে একজন প্রজ্ঞাবান, আদর্শবান ও শিক্ষিত রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন, যিনি তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁরা দৃঢ়ভাবে বলেন যে, তাঁর মতো যোগ্য, দক্ষ ও ধর্মভীরু নেতা সংসদে গেলে সিলেট-২ অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাঁরা এই এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দেন।



