ওসমানীনগরে চিকিৎসকদের জন্য পিপিই সরবরাহ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৫ ২০২০, ১৯:১৫

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে কোনো চিকিৎসক যেন এই ভাইরাসে আক্রান্ত না হন সেজন্য তারা পর্যাপ্ত পিপিই সরবরাহের দাবি জানিয়ে আসছেন। করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে যারা লড়ছেন, আরও জোর কদমে লড়তে হবে, সেই যোদ্ধা হলেন ডাক্তার-নার্সগণ। কিন্তু কি নিয়ে প্রথমে লড়তে যাবেন? ডাক্তার-নার্সদের করোনায় সংক্রমণ রোধে প্রথমেই জরুরি প্রয়োজন পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই)।

সেই লক্ষ্যে সিলেটের ওসমানীনগরে উপজেলা পরিষদের ফান্ড ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় উপজেলার চিকিৎসকগণকে করোনায় সংক্রমণ রোধে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়েছে। উপজেলার চিকিৎসকগণকে ১৪ সেট পিপিই, ১০০ মাস্ক, ২০০ হ্যান্সড গ্লাভস ১২টি এয়ার টাইট গগোলস্ সরবরাহ করা হয়।