ওসমানীনগরের বড় হাজীপুর গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৪ ২০২১, ১৮:০৪

আজ ১৪ ই জানুয়ারি ২০২১ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত “মরহুম মোঃ মুজাম্মিল মিয়া ফাউন্ডেশন” এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষায় বড় হাজীপুর ও তৎপার্শবর্তী এলাকার রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জামেয়া মদীনাতুল উলুম (মহিলা টাইটেল মাদরাসা) বড় হাজীপুর, ওসমানীনগর, সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় দিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ মর্তুজা মিয়া সাহেবের বাড়িতে সকাল ১০.৩০ ঘটিকায় বিশিষ্ট মুরব্বি জনাব হাজী আব্দুল ওহাব (হিরা মিয়া) সাহেবের সভাপতিত্বে শুরু হয়। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক, সিলেট ইবনে সিনা হাসপাতালের মেডিকেল অফিসার জনাব ডাঃ মনসুর আহমদ, জামেয়া মদীনাতুল উলুম বড় হাজীপুর এর নায়েবে মুহতামিম ও শিক্ষা সচিব মাওঃ লুৎফুর রহমান জুনাইদ, সহঃ শিক্ষা সচিব হাঃ মাওঃ শাহ মাহবুব আলম মুহাদ্দিস মাওঃ মুশাহিদ আলী খাঁন প্রথমপাশী, মাওঃ আবুল খয়ের বিশ্বনাথী, মাওঃ শিব্বির আহমদ রাজগঞ্জী, মাওঃ আব্দুশ শাকুর, বোর্ডিং সুপার মাওঃ আব্দুল আজীজ ও মাওঃ সালেহ আহমদ, জনাব জিলু মিয়া প্রমূখ।

দিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মনসুর আহমদ এর তথ্যাবধানে এলাকার গরীব , অসহায় , দুঃস্থ প্রায় এক শত রোগীকে বিনা মুল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এখন থেকে উক্ত ফাউন্ডেশন এর উদ্যোগে এবং জামেয়া বড় হাজীপুর এর ব্যবস্থাপনায় আর্ত মানবতার সেবার লক্ষে প্রতি মাসে উক্ত ক্যাম্পে অন্ততঃ একবার বিনা মুল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।