ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মজলুম জনতার মুক্তি নিশ্চিত করতে হবে – মাওলানা শফিক উদ্দিন

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২৫ ২০১৯, ০১:২৪

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেছেন, কাশ্মীর মিয়ানমার সহ পৃথিবীর দেশে দেশে মুসলমানরা আজ নির্যাতিত ও নিপীড়িত। নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত আমাদের বাংলাদেশেও ইহুদি খৃষটান ও উগ্র হিন্দুবাদী মিশনারি অপতৎপরতা ক্রমশ: বেড়েই চলছে। অন্যদিকে সরকারি মহলের সীমাহীন দুর্নীতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। দেশ ও জাতির এই দুর্দিনে খেলাফত মজলিস নেতা কর্মীদের নিরব বসে থাকলে চলবে না। নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সাহস ও হিম্মত নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মজলুম জনতার মুক্তি নিশ্চিত করতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি গতকাল ২৩ নভেম্বর শনিবার সিলেট মহানগর খেলাফত মজলিস আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আগামী ২৫ ডিসেম্বর ঢাকাস্থ কাজি বশির মিলনায়তনে অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ১০ম অধিবেশন সফলের লক্ষ্যে সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আখলাক আহমেদ। সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে গঠিত সিলেট মহানগর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও শাখা সহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা রওনক আহমদ, মাওলানা আজমত উললাহ কাসেমী, সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল-মামুন, সহ সাধারণ সম্পাদক ডা: মুহাম্মদ ফয়জুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, পাঠাগার সম্পাদক মুহাম্মদ আবদুশ সহিদ, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাসুদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুক আহমদ, সাস্থ সম্পাদক খান কামরুজ্জামান, সহকারী অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী খান, দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, শাহপরান রহ. পুর্ব থানা সভাপতি তৌফিকুল ইসলাম ছাবীর, কোতয়ালি পশ্চিম থানা সভাপতি মাওলানা সেলিম আহমদ, বিমান বন্দর থানা সভাপতি মাওলানা কামরুল ইসলাম, জালালাবাদ থানা সভাপতি মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।