এ আমার অঙ্গীকার

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৯ ২০১৯, ২২:৫১

~এ আমার অঙ্গীকার~

মনোয়ার শামসী সাখাওয়াত

আমি করতোয়া ব্রহ্মপুত্র অববাহিকায় বেঁধেছিনু আমার সভ্যতার প্রথম ঘর
উত্তর পশ্চিমে সীমানা আমার গৌড় বরেন্দ্র চলনবিল পুন্ড্র আর মহাস্থানগড়

আমি গঙ্গার গা বেয়ে নেমে রাঢ় বাংলার দক্ষিণে গড়েছিনু আমার দ্বিতীয় ঘর
রাজকন্যা প্রজ্ঞাবতী খনার ঠিকানা কৃষি সভ্যতার পুণ্যভূমি সেই চন্দ্রকেতুগড়

তিস্তা আর লৌহিত্যের মিলিত ধারার শেষে মেঘনাতীরে ছিল আমার তৃতীয় ঘর
দক্ষিণ-পূর্বে সুবর্ণদ্বীপ আর পশ্চিমে রোমে পণ্যপসরা পাঠিয়েছে উয়ারী-বটেশ্বর

শীতলক্ষ্যা বুড়িগঙ্গা আর ধলেশ্বরী জলধারায় সিক্ত হয়েছে আমার সভ্যতার চতুর্থ ঘর
সুবর্ণগ্রাম বা সোনারগাঁ নামে খ্যাত এই জনপদ স্থান পেয়েছিল গ্রীক মানচিত্রের উপর

আদিগঙ্গা আর ইছামতীর বিস্তৃত বন্যাভূমির শ্যামল বঙ্গে ছিল আমার আরেকটি ঘর
বিক্রমপুর নাম তার, ধন্য ধন্য এই ভূ্মি, এখানে জন্মেছেন শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর

ত্রিপুরার তিতাস আর গোমতী বিধৌত লালমাটির দেশেও ছিল আমার একটি ঘর
ময়নামতি লালমাই পাহাড়ে গড়েছিনু ধ্যান-জ্ঞানের আধার সুন্দর সব বৌদ্ধ বিহার

ব্রাহ্মণ্যবাদী সেন রাজারা আমার ভেদাভেদহীন অনার্য পরিচয়ে ছুঁড়েছে কটাক্ষের তীর
সুফি ও সুলতান মিলে আমায় দিয়েছেন ইসলামের সাম্যবাদী ছায়াতলে আশ্রয় শান্তির

সমৃদ্ধ কৃষি কারুশিল্প ইতিহাস ঐতিহ্য ধর্ম জ্ঞান চারুশিল্প সংস্কৃতি আছে যে আমার
আমাকে নাম-ধাম-ঠিকানাহীন ক্রীতদাস বানাবে এই তল্লাটে এমন সাধ্য আছে কার
স্বাধীন স্বতন্ত্র পরিচয় ও আত্মমর্যাদা রক্ষায় প্রয়োজনে জীবন দেব এ আমার অঙ্গীকার