এবার কক্সবাজারে নিষিদ্ধ হলেন আযহারী ও তারেক মনোয়ার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৭ ২০২০, ২০:৫৭

উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে প্রশাসনের বাধার মুখে কক্সবাজারের তাফসির মাহফিলে যেতে পারেননি আলোচিত দুই ইসলামী বক্তা মিজানুর রহমান আযহারী ও তারেক মনোয়ার।

শুক্রবার (৬ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারবাকিয়া বাজার ব্রিজের পাশে বৃহত্তর সাবেক গুলদি তফসীর ময়দানে তফসির মাহফিলে ‘ওয়াজ’ করার কথা ছিল দুই আলোচিত ও বিতর্কিত ইসলামী বক্তা মিজানুর রহমান আযহারী ও তারেক মনোয়ার। এর আগেই তাদের ওপর প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করে। পেকুয়া ছাড়াও এই দুই বক্তার বিরুদ্ধে নানা স্থানে প্রতিবাদ বিক্ষোভ করেছে স্থানীয়রা।

জানা যায়, সকাল দিগন্ত ফাউণ্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত তফসির মাহফিলে এই দুই আলোচিত বক্তার ‘ওয়াজ’ করার কথা ছিল। পেকুয়ার বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশে গুলদীতে এই তফসির মাহফিল সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত চলবে। জানা গেছে, মাহফিলে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে। তবে মাহফিলে এই দুই বক্তার আসার খবরে এলাকায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ অবস্থায় প্রশাসন মাহফিল আয়োজক কমিটির সাথে বৈঠক করে দুই বক্তাকে মাহফিলে আসতে নিষেধ করে। এ কারণে ওই দুই বক্তা পেকুয়ার মাহফিলে মাহফিলে আসতে পারেননি।

পেকুয়ায় দুই বক্তার মাহফিলে না আসার ব্যাপারে জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন কোন মন্তব্য করতে রাজি হননি।

পেকুয়া থানার ওসি মো. কামরুল আজম বলেন, দুই বক্তার মাহফিলে না আসার বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। চিঠিতে দুই বক্তার না আসার ব্যাপারে বলা হয়েছে। এর বেশি কিছু বলতে পারবো না।

জানা যায়, শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লাসহ সারা দেশে মিযানুর রহমান আযহারীর মাহফিল নিষিদ্ধের দাবিতে কুমিল্লা কান্দিরপাড় এলাকায় সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে মানববন্ধন করেছে। অন্যদিকে বুধবার (৪ ডিসেম্বর) ফেনী উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসায় মাহফিলে অংশ নেওয়ার কথা ছিল মিজানুর রহমান আযহারীর। স্থানীয় মানুষের আপত্তিতে প্রশাসন আইনশৃঙ্খলা অবনতির আশংকায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ফেনীর শহীদ মিনারের সামনে মিজানুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করে বিশ্ব সুন্নি আন্দোলন নামের একটি সংগঠন।

উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য তারেক মনোয়ারসহ এর আগে ১১ নভেম্বর কুমিল্লার জেলা আইনশৃঙ্খলা কমিটির আইন শৃঙ্খলা কমিটির সভায় আযহারী ও মনোয়ারসহ তিন বক্তার বক্তব্য কুমিল্লায় নিষিদ্ধ করা হয়।