একদিন ইসলামপন্থী নেতারাই হবেন সবার নেতা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৫ ২০২২, ১২:৩০

কে আই ফেরদৌস:: ইদানিং বাংলাদেশের রাজনীতি, রাজনৈতিক দলগুলো নিয়ে লেখা-লেখি প্রায় বাদ‌ই দিয়েছি। হোক ইসলামপন্থী অথবা ভোগপন্থী। তারপরও ইসলামপন্থী দলগুলোর এহেন অবস্থা দেখে দুঃখ হয়, ক্ষোভ হয়, লজ্জা লাগে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নানা কারণে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। অথচ এখানেও আমাদের ইসলামপন্থী দলগুলোর ভিন্ন ভিন্ন প্রার্থী! তারা একই সিটির নেতৃত্ব জয়ের আশায় প্রচারণা চালাচ্ছেন!

আমার বিশ্বাস দু’জন প্রার্থীর ভোটাররাই ইসলামপন্থী অথবা ইসলামকে ভালোবাসেন। তাদের কাছে দু’জনই ইসলাম ধর্মের আলোকে সুশাসন করার যোগ্যতা রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, দু’জনের মধ্যে একজনকে ভোটারদের বাছাই করতে হবে। কাকে ভোট দেবেন তারা? কেনো দেবেন? কীসের ভিত্তিতে ভোট দেবেন? যেখানে দু’টি ইসলামপন্থী দলের নেতাগণ বৃহত্তর স্বার্থে বাতিল রাজনৈতিক মতাদর্শের দলের বিরুদ্ধে এক হতে পারেন নি, তারা কেমন করে এই ভোটের মাধ্যমে মানুষকে এক করবেন?

শুধু নারায়ণগঞ্জেই নয়, সব নির্বাচনী এলাকায় একই চিত্র। বৃহত্তর স্বার্থে আমরা নিজেদের মধ্যে রাজনৈতিক ঐক্য এবং চুক্তি-সন্ধি করতে পারি না। যদি পারতাম, তাহলে এই উপজেলা নির্বাচনে সারা দেশে আশি ভাগ বিজয়ী চেয়ারম্যান থাকতেন ইসলামপন্থী দলগুলোর প্রতিনিধি। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমরা কোন সময়েই, কোন বিষয়েই এক হতে পারি না। এখতেলাফ আমাদের রক্তে-রন্ধ্রে মিশে আছে।

অনেকে তো আবার এখতেলাফ নিয়ে চমৎকার ইসলামিক ব্যখ্যা দিয়ে থকেন- উলামাদের মধ্যে এখতেলাফ নাকি রহমতস্বরূপ! ছোটকাল থেকে সেই ‘রহমত’ দেখতে দেখতে বড় হয়েছি। এখন দেখছি সেই ‘রহমতগুলো’ কত বড় বড় ‘গজব’ হয়ে বিস্তার করেছে সমাজে, ধর্মীয় জীবনে। যে কারণে চতুর্মুখী মার খাচ্ছি হাতে-ভাতে! তারপরও আমরা আছি ‘আমার দলই একমাত্র হক্ব’ ‘আমার দলে আমিই নেতা’ এসব গোয়ার্তুমি নিয়ে।

এখন আমরা ছোটরা কালে ভদ্রে বড়দের একত্রিত কোন ছবি দেখলেই তৃপ্তির ঢেঁকুর তুলে বলি “আলহামদুলিল্লাহ অনেক দিন অমুখ শায়খ আর তমুক শায়খ একই মঞ্চে কোলাকুলি করেছেন, একসাথে খাবার খেয়েছেন। বাহ! কতো চমৎকার দৃশ্য!” কালে ভদ্রে এসব ছবি দেখে আমরা ছোটরা কেবল তৃপ্তির ঢেঁকুর তুলি। এদিকে বড়রা ‘এখতেলাফ’ নামের সেই ‘রহমতের’ সংখ্যা বাড়াতেই থাকেন। এভাবেই চলছে। কতো দিন পর্যন্ত চলবে, কেউ জানে না। এই চিত্র শুধু ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয়। মাদরাসা, মসজিদ, খানকা, তাবলীগ সব ময়দানেই একই চিত্র!

প্লিজ! আমার লেখাটা কোন নির্দিষ্ট দলকে টার্গেট করে নয়। কেউ আবার নিজের দলের দিকে নিবেন না যেন। স্রেফ মনের দুঃখ থেকে কথাগুলো বলা।

তবে তারপরও আশায় আছি- ইন শা আল্লাহ একদিন ইসলামপন্থী নেতারাই হবেন সবার নেতা। ভালোবাসা সবার জন্য।

সম্পাদক, একুশে জার্নাল