ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ট্রাস্ট আয়োজিত আইএমটিসি আইডিয়া চ্যালেঞ্জ

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৫ ২০২০, ১৭:৩৬

রিফাত আল মাজিদ:

ক্যান্সার চিকিৎসার একটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে রোগীর জন্য যথাযথ এবং পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে না পারা। একজন ক্যান্সার রোগীর কেবল শারীরিক নয়, আত্মিক এবং মানসিক পরিষেবারও প্রয়োজন হয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এ ধরনের সেবা পাওয়া অকল্পনীয় ব্যাপার।

এই সমস্যার সমাধান কী হতে পারে? প্রযুক্তি ব্যবহার করে কী আমরা ক্যান্সার রোগীকে সর্বোচ্চ রকম পরামর্শ ও চিকিৎসাসেবা দিতে পারি? এই উদ্দেশ্যে একটি অনলাইন সল্যুশন তৈরি করতে হলে কী হবে তার ডিজাইন? কীভাবে রোগীকে, তার বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার জন্য, তার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমরা বিশেষষজ্ঞদের সাথে যুক্ত করতে পারি? এসব প্রশ্নের উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন – IMTC Idea Challenge -2020 ।

এবারের চ্যালেঞ্জের বিষয়- “A comprehensive Digital Consultation Solution for Cancer Patients.”

ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য একটি বিস্তারিত ডিজিটাল প্লাটফরম তৈরি করতে আপনার বিবেচনায় যা যা প্রয়োজন- তা উল্লেখ করে একটি ডিজাইন প্রস্তাব করুন। সবেচেয়ে ভালো ও বাস্তবায়ন উপযোগি ৩ টি ডিজাইনের জন্য থাকবে বিশেষ পুরস্কার। নির্বাচিত আইডিয়া দাতা ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ-এর সাথে কাজ করার সুযোগ পাবেন।

গ্রহণ করুন IMTC Idea Challenge -2020। দেশের সেবায়, ক্যান্সার রোগীদের সেবায় হোক আপনার মেধার শানিত ব্যবহার । নিচের লিংকে গিয়ে অংশগ্রহণ করতে পারেন।https://forms.gle/SThMH7eE979MPqtV8