উন্নত বিশ্বের আদলে আধুনিক সিলেট নগরী গড়তে চাই: মাওলানা মাহমুদুল হাসান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৪ ২০২৩, ০০:০৭

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, ‘সিলেট শহরকে সুন্দর করে সাজানোর আমার আধুনিক পরিকল্পনা রয়েছে। আমি যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে সিলেট শহরকে উন্নত বিশ্বের আদলে একটি পরিপূর্ণ আধুনিক উন্নত নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।’

আরও পড়ুন: উত্তরাধিকারী সনদ দেওয়ার নামে ২০ হাজার টাকা দাবি করলেন সিসিক কাউন্সিলর লায়েক (ভিডিও সহ)

আজ শনিবার (৩ জুন) সিলেট নগরের দক্ষিণ সুরমার ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘সততা ও ইনসাফের মাধ্যমে কাজ করে সিলেটকে সর্বোচ্চ উন্নত নগর হিসেবে সাজাবো ইনশাল্লাহ।’ তিনি বলেন, ‘আমি এ নগরের সন্তান। এখানে আমার জন্ম ও বেড়ে ওঠা। এখানে আমি বসবাস করি। বাহিরে আমার কোনো নিবাস নেই। অমি অতিথি হয়ে আসিনি। আমি বসন্তের কোকিল নই। আমি আমার নিজের আপন শহর হিসাবে সিলেটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো ইনশাল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন। ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীম। সংগঠনের বিশ্বনাথ উপজেলা সেক্রেটারি মাশুকুর রহমান শিকদার। জয়েন্ট সেক্রেটারি মাওলানা মিছবাহ উদ্দিন। এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল বাসিত প্রমুখ।