ঈদের চমৎকার একটি কবিতা: ‘ঈদের আমেজ’

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৪ ২০২০, ২৩:২৮

ঈদের আমেজ

হুসাইন আল আমিন


সিয়ামের মাস শেষে খুশির আমেজ মেখে
আসে মুমিনের ঘরে প্রেমময় ঈদ
অতীতের দুখ ফেলে সুখের চাদর মেলে
সব ভেদাভেদ ভুলে নত হয় হৃদ।

ঈদগার পথে পথে তাকবির ধ্বনি তুলে
চলে সম্মুখ পানে গেয়ে যায় রব
নামাযের পরিশেষে কোলাকুলি বিনিময়
হাতে হাত রেখে করে মুসাফাহা সব।

আল্লার ক্ষমা পেয়ে আনন্দে মাতোয়ারা
শুকরানা মনোভাবে সকল মুমিন
খোদার তরফ হতে তোহফায়ে রামাদান
ঘিরে আছে সবাইকে করেছে রঙিন।

হৃদয়ের মণিকোঠা ভরে ওঠে উচ্ছ্বাসে
আমোদ প্রমোদ করে শুরু হয় দিন
ছোট বড় সব মিলে খুরমা পায়েস ঢেলে
খেতে থাকে যেন তার স্বাদ সীমাহীন।

গরিবের পাশ ঘেষে ধনী হেসে কথা কয়
মনে হয় জান্নাতি সুখের কানন
এতিমের চোখে চোখ রেখে দেয় আশাময়
আলো আর দূর করে মনের যাতন।

বছরের এই দিন সকলের অতি প্রিয়
মুসলিম জাহানের মোবারক ঈদ
দিনটিকে করে তুলে ঝলমলে আলোময়
খুশির জোয়ার ওঠে ছেড়ে দিয়ে নিদ।