ঈদগাঁও নদীর বাঁশঘাটা পয়েন্টে ভাঙ্গনরোধে ১৩ শত জিও ব্যাগ   

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৭ ২০২০, ১৯:৫৩

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজার সদরের ঈদগাঁও বাঁশঘাটা নদীতে ভাঙ্গনরোধে টেকসই জিও ব্যাগ প্রদান করা হয়।

১৭ সেম্পেম্বর বিকেলে ইউনিয়নের বাঁশঘাটা নদীর ৬২ মিটার এলাকায় সম্রাট কনেষ্টাশনের

স্বত্বাধীকারী লুৎফুর রহমান আজাদের তত্তাব ধানে ১৩ শত জিও ব্যাগ প্রদান করা হয়। এটি পানিতে এবং উপরে বসানো হয়। ভাঙ্গন পরবর্তী সময়ে মাটি এবং বালির বস্তা দিয়ে নির্মান করা হয়েছিল। পরে জিও ব্যাগ দিয়ে দ্বিতীয় বারের মত কাজ সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, পাউবো কক্সবাজারের সহযোগিতায় ঈদগাঁঁও নদীর বাঁশঘাটা পয়েন্টে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধের ভাঙ্গনে জিও ব্যাগের কাজ সমাপ্ত হয়।