ইমানুয়েল ম্যাক্রোকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে: বিলাল আহমদ চৌধুরী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৫ ২০২০, ১৯:২৩

মহানবীর (স.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘোষণা দিয়ে ফ্রান্স প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বের দুইশো কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে। বাংলাদেশ সরকারকে সংসদে নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে। ম্যাক্রোকে বিশ্ব মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে।

ফ্রান্স সরকার কর্তৃক মহানবীর (স.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ রবিবার (২৫ অক্টোবর ২০) বাদ আসর কোর্ট পয়েন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক বিলাল আহমদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আফজাল হোসাইন কামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল উত্তর সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রন্সিপাল মন্জুরে মাওলা, সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং সিলেট ও ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক জাবেদুল ইসলাম চৌধুরী, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক ফজর আলী, সিলেট পশ্চিম সাংগঠনিক জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।

সিলেট মহানগর সেক্রেটারি সাইফুল ইসলাম জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি মুহাম্মদ শিহাব উদ্দিন, লিটন আহমদ জুম্মান, ফখরুল ইসলাম চৌধুরী, মোস্তফা আহমদ সোহান, সাইফ রহমান, মুহাম্মদ মুজিবুর রহমান, এমাদ উদ্দিন, আব্দুল আলী, রায়হান হোসেন, সাদিকুর রাহমান, নাজমুল ইসলাম প্রমূখ।