ইউথ ওলামা ফোরামের আযান ও ইকামত প্রতিযোগিতা সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১৭ ২০২০, ১৬:৫৬

আজান দেয়ার কারণেই মুয়াজ্জিনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সুতরাং ইসলামে আজানের উপকারিতা ও মুয়াজ্জিনের মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি- প্রতিযোগিতায় বক্তাগন

একুশে জার্নাল ডেস্ক: গতকাল ১৬ ফেব্রুয়ারী রবিবার দুপুর ২ ঘঠিকা হইতে সিলেট ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউথ ওলামা ফোরামের আযান ও ইকামত প্রতিযোগিতা অনুষ্ঠান স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে হাঃ মাওঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওঃ শামীম আলম ও মাওঃ লুৎফুর রহমান জুনাইদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য ও মোনাজাত করেন বিশিষ্ট শায়খুল হাদীস আল্লামা মুখলিছুর রহমান সাহেব কিয়ামপুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হাফিজ এ মতিন গেদাই মিয়া, প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসাবে ছিলেন লন্ডন প্রবাসী ও শিক্ষাবিদ মাওঃ আনিসুর রহমান, বিচারক হিসাবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওঃ মামুন মহি উদ্দিন ও মাওঃ শামছুল আলম (ছাহেবজাদায়ে কিয়ামপুরী)
প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন ফোরামের মাওঃ আব্দুল বাতিন বিজু, মাওঃ মিনহাজুদ্দীন মিলাদ, মাওঃ সাইফুল আলম, মাওঃ সাইফুদ্দীন মাজমুন, মাওঃ রশিদ আলী, মাওঃ মতিউর রহমান মাসুম, মাওঃ বদরুল আলম, মাওঃ ইমরান, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ এহতেশামুল হক, মাওঃ জাবির আদমপুর,
প্রতিযোগিতার ক গ্রুপে ১ম স্থান অধিকার করেন মাওঃ মিছবাহুদ্দীন, (দেওয়া হয়-পুরষ্কারের ডেমো সহ নগদ =৫০০০/-টাকা ও সনদপত্র) ২য় স্থান অধিকার করেন হাফিজ নেহাল খান, ( দেওয়া হয়-পুরষ্কারের ডেমো সহ নগদ =৩০০০/-টাকা ও সনদপত্র) ৩য় স্থান অধিকার করেন মোহাঃ রাজু আহমেদ, (দেওয়া হয়-পুরষ্কারের ডেমো সহ নগদ =২০০০/-টাকা ও সনদপত্র)
খ গ্রুপে ১ম স্থান অধিকার করেন মোহাঃ নেছাওর আহমেদ, (দেওয়া হয়-পুরষ্কারের ডেমো সহ নগদ =৫০০০/-টাকা ও সনদপত্র) ২য় স্থান অধিকার করেন মোহাঃ সাদেক আহমেদ, ( দেওয়া হয়-পুরষ্কারের ডেমো সহ নগদ =৩০০০/-টাকা ও সনদপত্র) ৩য় স্থান অধিকার করেন মোহাঃ সাইফুর রহমান, (দেওয়া হয়-পুরষ্কারের ডেমো সহ নগদ =২০০০/-টাকা ও সনদপত্র)
প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী সকল প্রতিযোগীকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
শেষ অধিবেশনে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তাগন বলেন আজান দেয়ার কারণেই মুয়াজ্জিনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সুতরাং ইসলামে আজানের উপকারিতা ও মুয়াজ্জিনের মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি।
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেয়ামতের দিন নবিগণ প্রথমে বেহেশতে প্রবেশ করবেন অতঃপর প্রবেশ করবেন বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিনগণ, অতঃপর বাইতুল মুকাদ্দিসের মুয়াজ্জিনগণ, অতঃপর আমার মসজিদের মুয়াজ্জিনগণ,অতঃপর দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনগণ জান্নাতে প্রবেশ করবেন।