আশুলিয়ায় জুতা কারখানায় অগ্নিকাণ্ড; নিহত ৩

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৪ ২০২২, ০১:৪৪

মোহাম্মদ ইয়াসিন: ঢাকা জেলার অন্তর্গত সাভারের আশুলিয়ায় একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে তিন জন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার(২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশুলিয়া ইউনিয়নের গৌড়ীপুর এলাকার বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন রুপায়ন মার্ট ভবনের পাশে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় আগ্নিকান্ডের সূত্রপাতের ঘটনা ঘটে। ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এদের মধ্যে দুইজন নারী। তবে আগুনে ঝলসে যাওয়ায় তৃতীয় ব্যক্তির লিঙ্গ নিশ্চিত করা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাজাহান সিকদার জানান, আজ বিকেল সোয়া ৫টায় সাভারের আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটির সামনে রূপায়ণ মার্টের তিনতলা ভবনের নিচতলায় আগুন লেগেছে বলে তারা খবর পান। তাৎক্ষণিক ৬টি ইউনিটকে তারা আগুন নিয়ন্ত্রণে পাঠান। পরে আরো চারটি ইউনিট যুক্ত হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকান্ড বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং তাদের উদ্ধার করে নিকটস্ত বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে।

প্রাথমিক ভাবে আগুনের সুত্রপাতের তথ্য নিশ্চিত করা যায় নি।