আল-আকসা রক্ষায় বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা রেজাউল করিম জালালী 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৬ ২০২১, ১৭:৩৪

বাংলাদেশ খেলাফত মজলিস সি‌লেট জেলা ও মহানগর শাখার সি‌নিয়র দা‌য়িত্ব‌শীল‌দের এক মতবিনিময় সভা ঈদুল ফিত‌রের দিন (১৪ মে শুক্রবার) স্থা‌নীয় অস্থা‌য়ী কার্যাল‌য়ে অনু‌ষ্ঠিত হয়।

সংগঠ‌নের জেলা শাখা সভাপ‌তি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন সংগঠ‌নের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী।

সভায় বক্তারা মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দা‌সে ইসরাই‌লি বা‌হিনির ন‌্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে ব‌লেন- ইসরাই‌লি বা‌হি‌নি বায়তুল মুকাদ্দাসে নামাজরত অবস্থায় হামলা চা‌লি‌য়ে বি‌শ্বের দু`শ কো‌টি মুসলমা‌নের কা‌লিজায় আঘাত দি‌য়ে‌ছে। বারবার ফি‌লিস্থিনি মুসলমান‌দের উপর পা‌খির মত গু‌লি ক‌রে শ‌হিদ কর‌ছে। এমতাবস্থায় ফি‌লি‌স্থি‌নবা‌সি, শিশু ও না‌রি‌দের এবং বায়তুল মুকাদ্দাস রক্ষায় বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে।

মসজিদে আকসায় প্রকাশ্যে মুসলিমদের উপর অমানবিক নির্যাতন ও আক্রম‌নের ঘটনায় বিশ্ববা‌সি মুখ বন্ধ করে, চোখবো‌ঝে থাকতে পারে না।

মহিমান্বিত রমজান মাসে অসহায় নিরস্ত্র ফিলিস্তিনী মুসলিমদের উপর ইসরায়েল সৈন্যদের নির্বিচারে গুলি ও হামলায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, আল আকসা রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়; বরং এটি আল্লাহর পবিত্র ঘর। মুসলমান‌দের প্রথম কেবলা। এর রক্ষার দায়িত্ব প্রতিটি মুসলমানের। পূর্ব,পশ্চিম, উত্তর,দক্ষিণের সবাইকে এ পূণ্যভূমি রক্ষায় এগিয়ে আসতে হবে। আমরা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ আ‌রো ব‌লেন, বাংলা‌দে‌শের উলামা সমাজ আজ নির্যাত‌নের শিকার। দে‌শের শীর্ষস্থা‌নীয় উলামা‌য়ে কেরাম সহ বাংলা‌দেশ খেলাফত মজ‌লি‌সের সি‌নিয়র না‌য়ে‌বে আ‌মির , মহাস‌চিব ও অন‌্যান‌্য দা‌য়িত্ব‌শিলদের গ্রেফতার ক‌রে নির্যাতন করা হ‌চ্ছে। রিমা‌ন্ডের না‌মে বারবার দ‌লের মহাস‌চিব মাওলানা মাম‌ুনুল হক‌কে হয়রা‌নি করা হ‌চ্ছে, যা‌ কোন অবস্থা‌তে মে‌নে নেয়া যায় না।

নেতৃবৃন্দ আ‌রো ব‌লেন, শত শত আলেম ওলামারা আজ কারাগারে। তাঁরা কারাগারে থাকায় তাদের পরিবারে আজ ঈদ আনন্দ বলতে কিছুই নেই। শুধু তাদের পরিবারই নয় বরং ওলামায়ে কেরাম জেলে থাকায় ঈদের এই আনন্দের সময়েও পুরো দেশের ধর্মপ্রাণ মানুষ আজ মর্মাহত, ব্যথিত। গ্রেফতার হওয়া ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই দেশের বড় বড় ঈদগাহে ঈদের নামাজ পড়াতেন। তারা কারাগারে থাকায় সেসব ঈদগাহে আজ তাঁদেরকে ছাড়া ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। ঈদের আনন্দের সময় দেশের শীর্ষ ওলামায়ে কেরাম জেলে বন্দি থাকা মো‌ঠেই কাম‌্য নয়। তাই অ‌ভিল‌ম্বে আ‌লেম উলামা ধর্মপ্রান ছাত্র জনতা‌র উপর থে‌কে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ক‌রে তা‌দের নিঃশর্ত মুক্তিদিন।

সভায় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন মাওলানা গা‌জি রহমতুল্লাহ সভাপ‌তি সি‌লেট মহানগর শাখা, মাওলানা জা‌হিদ উদ্দিন চৌধুরী সহ সভাপ‌তি সি‌লেট জেলা, মাওলানা মুহাম্মদ এমরান আলম সাধারন সম্পাদক সি‌লেট মহানগর, মাওলানা হা‌ফিজ আ‌তিকুর রহমান, সাধারন সম্পাদক সি‌লেট জেলা, ডাক্তার মুস্তফা আজাদ সহ সম্পাদক ‌সি‌লেট মহানগর, মাওলানা ফখরুল ইসলাম সহ সম্পাদক সি‌লেট জেলা শাখা ও মাওলানা সৈয়দ না‌সির উদ্দিন প্রশিক্ষন সম্পাদক সি‌লেট জেলা শাখা প্রমূখ।