আল্লামা শাহ আহমদ শফি (রহ.) এর জীবন শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২২ ২০২০, ০৯:২৮

“শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. ছিলেন আমাদের জন্য প্রেরণার বাতিঘর।”

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে গত রবিবার ২০শে সেপ্টেম্বর ২০২০ শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. এর জীবন শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল ভার্চুয়াল মিডিয়া জুমে অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের সঞ্ছালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কামরুল হাসান খান।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন, আল্লামা হেকীম আখতার (রাহঃ) এর খলিফা শায়েখ মাওলানা আসগর হুসাইন, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দীন, কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামছুল হক, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, মিডল্যান্ড উলামা পরিষদের সভাপতি শেখ মাওলানা আব্দুর রব ফয়েজী, মাজাহিরুল উলুম লন্ডনের প্রিন্সিপাল শেখ মাওলানা ইমদাদুর রাহমান মাদানী।

নেতৃবৃন্দ শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির জীবনের উপর আলোচনা করে বলেন, তিনি ছিলেন বর্তমান সমসাময়িক বাংলাদেশের এক অনন্য প্রবীণ বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন। জীবনের দীর্ঘকাল ইলমে দ্বীনের খেদমত করেছেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বীন প্রচার করে একশত তিন বছর বয়সে মৃত্যুর আগের দিন পর্যন্ত দ্বীনের খেদমত করে গেছেন। বাংলাদেশের অসংখ্য আলেমে দ্বীন তাঁর ছাত্র, যাঁরা দেশ বিদেশে ইসলামের দাওয়াত, তালিম, খেদমত এবং দেশ ও জাতীর নেতৃত্ব আন্জাম দিয়ে দিচ্ছেন।

নেতৃবৃন্দ বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি (রাহঃ) চিরদিন হয়ে থাকবেন আমাদের জন্য প্রেরণার বাতিঘর। নেতৃবৃন্দ আরো বলেন, এক দশকেরও বেশী সময় আগে দেশে গড়ে ওঠা ইসলাম বিদ্বেষীদের চরম ধৃষ্টতা সরকারি মদদে যখন পাকাপোক্ত হয়ে শাহবাগ চত্বরে দেশকে এক অস্বস্তিকর পরিবেশে নিয়ে যায় তখন ইসলাম ও দেশকে হেফাজতের আওয়াজ তুলেছিলেন সাহসী সিপাহসালার আল্লামা শাহ আহমদ শফি (রাহঃ)। তাঁর এ সাহসী ভূমিকায় দেশের উলামাদের ঐক্য ও ১৩ দফা দাবিতে আন্দোলন সৃষ্টি যা ঐতিহাসিক শাপলা চত্বর জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ থেকে দেশের ইসলাম প্রিয় মানুষ বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজ বুলন্দ করার শক্তি পাবে।

এতে আর বক্তব্য রাখেন, সহ সভাপতি মুফতী তাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শওকত আলী, সহ সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করীম, সহ সাধারণ সম্পাদক মাওলানা আ ফ ম শুয়াইব, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম উবায়েদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, নির্বাহী সদস্য ড. আহজাবুল হক, সাবেক নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মতিন, জেদ্দা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুকিত রুপাপুরী, বাহরাইন শাখার সভাপতি শেখ মাওলানা নুরুল ইসলাম খান, লন্ডন মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, কাতার শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম আমিন, গ্লোষ্টার শাখার সহসভাপতি মাওলানা হাবিবুর রাহমান, লন্ডন সিটির সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রাহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফুজায়েল আহমদ নাজমুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন , সাউথএন্ড শাখার সভাপতি মাওলানা আশরাফুল মাওলা, বারমিংহাম শাখার বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা হোসাইন আহমদ, লন্ডন সিটির নির্বাহী সদস্য জাকিউর রাহমান, মাওলানা সালেহ আহমদ প্রমুখ