আল্লামা বাবুনগরী; মায়ের ঈমানী চেতনার উদ্ভাসিত দৃষ্টান্ত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৪ ২০২০, ১১:৪৪

হেফাজতে ইসলাম'র আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী

এম. এম আতিকুর রহমান 

এই তো সেদিনের কথা। বাবুনগরী যখন রিমান্ডে!মা তাঁকে দেখতে গেলেন, তিনি মাকে দেখে আবেগে কেঁদে ফেললেন। মা বললেন, হে জুনায়েদ তুমাকে তো আর খাব্বাব রাঃ এর মতো নির্যাতন করা হয় নাই?

সাবধান! সাবধান!! আমি তোমার চোখের পানি দেখতে আসিনি !!

দেখতে এসেছি পূর্বের মতো তোমার ইমান মজবুত আছে কি না !! আল্লাহু আকবার। আল্লাহু আকবার।

রাসুলুল্লাহ সাঃ ও সাহাবায়ে কেরাম রাঃ এর সময়ে এরকম ইমানী চেতনাই সমুজ্জ্বল প্রদীপের মতো ছিল।

দেখুন, কেমন মায়ের সন্তান শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। আহ! যদি এমন মা হতো বাংলার প্রতি ঘরে ঘরে যাঁরা বাবুনগরীর মায়ের মতো হবেন ইমানদীপ্ত নারী।

পবিত্র কুরআনের ফরমান “যাঁরা ইমানদার তাঁরা লড়াই (প্রাণপণ চেষ্টা) করে আল্লাহর রাস্তায় আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের (খোদাদ্রুহিতার) পথে। ”

আল্লাহ তায়ালা কবুল করুন এবং বাবুনগরী সহ সকল মজলুমদের হেফাজতের চাদরে আবৃত করুন। আমাদের সকলের ইমানী চেতনাকে শানিত করে দিন।সিরাতুল মুসতাকীমের উপর অটল অবিচল থাকার ও চলবার তৌফিক দিন।

লেখক; তরুণ আলেম, সাংবাদিক ও সংগঠক।